- ০৪ ডিসেম্বর, ২০২৫
PNN নিউজ ডেস্ক। ঢাকা
ঢাকায় দুই দিনের রাষ্ট্রীয় সফরে আসা ভুটানের প্রধানমন্ত্রী শেরিং তোবগে শনিবার সাভারের জাতীয় স্মৃতিসৌধে মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করেছেন। এছাড়া স্মৃতিসৌধ প্রাঙ্গণে একটি বৃক্ষরোপণও করেছেন তিনি। প্রধান উপদেষ্টার প্রেস উইং এ তথ্য নিশ্চিত করেছে।
শনিবার সকালে শেরিং তোবগের নেতৃত্বাধীন ভুটানের সরকারি বিমান হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস তাঁকে বিমানবন্দরে স্বাগত জানান।
দুই দেশের সম্পর্ক ও সহযোগিতা বৃদ্ধির লক্ষ্য নিয়ে প্রধানমন্ত্রী টোবগের সঙ্গে বিকেলে বাংলাদেশ সরকারের পররাষ্ট্র উপদেষ্টা ও বাণিজ্য উপদেষ্টা বৈঠক করবেন। পরে বিকাল ৩টায় তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে একান্ত বৈঠকে অংশ নেবেন। সন্ধ্যায় একটি সরকারি ভোজসভাতেও যোগ দেবেন তিনি।
পররাষ্ট্র সচিব আসাদ আল সিয়াম জানান, ভুটানের প্রধানমন্ত্রীর এই সফর দ্বিপাক্ষিক সম্পর্ক আরও সুদৃঢ় করতে গুরুত্বপূর্ণ। বৈঠকে বাণিজ্য, বিনিয়োগ, যোগাযোগ, শিক্ষা, কৃষি, স্বাস্থ্য, বিদ্যুৎ, টেলিযোগাযোগ, পর্যটন, সংস্কৃতি, যুব ও ক্রীড়াসহ বিভিন্ন ক্ষেত্রের সহযোগিতার বিষয় আলোচনা হবে।
বৈঠকের পর তিনটি সমঝোতা স্মারক সই হওয়ার সম্ভাবনা রয়েছে। এগুলোতে অন্তর্ভুক্ত থাকতে পারে আন্তর্জাতিক ইন্টারনেট ব্যান্ডউইথ, ভুটানের বিশেষজ্ঞ চিকিৎসক ও স্বাস্থ্যকর্মী নিয়োগ এবং কৃষি সহযোগিতা।
সফরের শেষ পর্যায়ে ২৩ নভেম্বর প্রধানমন্ত্রী শেরিং তোবগে বঙ্গভবনে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন। ২৪ নভেম্বর সকালে তিনি ঢাকা ত্যাগ করে থিম্পুর উদ্দেশে রওনা দেবেন। বিদায় অনুষ্ঠানে পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন উপস্থিত থাকবেন।