- ০৪ ডিসেম্বর, ২০২৫
PNN নিউজ ডেস্ক। কুষ্টিয়া
কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার বাহাদুরপুর ইউনিয়নের রায়টা নতুনপাড়া এলাকায় শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে রেফাজুল ইসলাম (৫২) নামে এক কৃষককে প্রকাশ্যে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। একই ঘটনায় লালন মণ্ডল (৪৬) নামে আরও একজন গুলিবিদ্ধ হয়েছেন।
আহত লালন মণ্ডলকে গুরুতর অবস্থায় ভেড়ামারা হাসপাতাল থেকে কুষ্টিয়া জেনারেল হাসপাতাল (২৫০ শয্যা) স্থানান্তর করা হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, নিহত রেফাজুল ইসলাম বাহাদুরপুর ইউনিয়নের রায়টা নতুনপাড়ার মৃত জামাত মণ্ডলের ছেলে। আহত লালন মণ্ডল একই এলাকার কালু মাঝির ছেলে।
ভেড়ামারা থানার পুলিশ ও স্থানীয়দের তথ্য অনুযায়ী, নিহত ও আহত ব্যক্তি শুক্রবার রাতে স্থানীয় একটি দোকানে কেনাকাটা করছিলেন। এ সময় কয়েকজন অস্ত্রধারী দুর্বৃত্ত হঠাৎ তাদের ওপর গুলি চালান। ঘটনায় ঘটনাস্থলেই রেফাজুল ইসলাম মারা যান এবং লালন মণ্ডল গুলিবিদ্ধ হন।
ভেড়ামারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রউফ তালুকদার জানান, “রায়টা ঘাট এলাকায় গুলিবিদ্ধ হয়ে রেফাজুল ইসলাম নিহত হয়েছেন। আহত লালন মণ্ডলকে দ্রুত উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। হামলার সঙ্গে জড়িতদের শনাক্ত করতে অভিযান চলছে।”