- ১৩ অক্টোবর, ২০২৫
PNN প্রতিবেদক | ঢাকা বিশ্ববিদ্যালয়: অর্থনৈতিক অসচ্ছলতা আর মেধাবী শিক্ষার্থীদের স্বপ্নযাত্রার মাঝে যেন দেয়াল হয়ে দাঁড়াতে পারল না দারিদ্র্য। ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) ২০২৪-২৫ শিক্ষাবর্ষে ভর্তি সুযোগ পাওয়া দুই মেধাবী শিক্ষার্থীর ভর্তির সম্পূর্ণ দায়িত্ব নিয়েছেন ছাত্রদলের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক তরিকুল ইসলাম তারিক। এরই মধ্যে মার্কেটিং ও ম্যানেজমেন্ট বিভাগে ভর্তিকৃত এই দুই শিক্ষার্থীর হাতে ভর্তি সংক্রান্ত আর্থিক সহায়তা পৌঁছে দেওয়া হয়েছে।
এই মানবিক উদ্যোগ সম্পর্কে জানতে চাইলে ছাত্রদল নেতা তরিকুল ইসলাম তারিক PNN-কে বলেন, “মেধাবীরা কখনো থেমে থাকে না। যত বাধাই আসুক, তারা তা পেরিয়ে যায়। এই দুই মেধাবী শিক্ষার্থীর স্বপ্ন অপূর্ণ থেকে যাবে, সেটা মানা যায় না। বিষয়টা জানার পর খোঁজ নিয়ে দেখি, সত্যি ওরা সমস্যায় আছে। এরপর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ভাইয়ের পক্ষ থেকে আমি তাদের ভর্তি খরচের সাহায্য করেছি।”