Monday, January 19, 2026

ভোলার ভেলুমিয়ায় ‘রাজাকার’ মন্তব্যকে কেন্দ্র করে জামায়াত–বিএনপি সংঘর্ষ, আহত অন্তত ১০


ছবিঃ ভোলায় জামায়াত ও বিএনপির মধ্যে কয়েক দফা সংঘর্ষ হয়েছে। (সংগৃহীত)

PNN নিউজ ডেস্ক। ঢাকা 

ভোলার ভেলুমিয়া এলাকায় ‘রাজাকার’ বলা নিয়ে জামায়াতে ইসলামী ও বিএনপির নেতাকর্মীদের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত ১০ জন আহত হয়েছেন। সংঘর্ষ চলাকালে পাঁচটি দোকানে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটে। মঙ্গলবার (১৬ ডিসেম্বর) দুপুর থেকে রাত ৯টা পর্যন্ত এই উত্তেজনাকর পরিস্থিতি চলে। ঘটনার পর আজও এলাকায় আতঙ্ক ও থমথমে অবস্থা বিরাজ করছে।

স্থানীয় সূত্র জানায়, বিজয় দিবস উপলক্ষে আয়োজিত মিছিল ও র‌্যালিকে কেন্দ্র করে প্রথমে বাগ্‌বিতণ্ডা শুরু হয়। পরে তা সংঘর্ষে রূপ নেয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কয়েক দফা পুলিশ ঘটনাস্থলে যায়।

উপজেলা বিএনপির সদস্য সচিব মো. হেলাল উদ্দিন অভিযোগ করেন, নির্বাচন সামনে রেখে একটি পক্ষ পরিকল্পিতভাবে সংঘাত তৈরি করে এলাকার শান্ত পরিবেশ নষ্ট করার চেষ্টা করছে। তাঁর দাবি, বিজয় দিবসের মিছিলে বিএনপির নেতাকর্মীদের ওপর হামলা চালানো হয়।

অন্যদিকে উপজেলা জামায়াতের আমির মো. কামাল হোসেন সংবাদ সম্মেলনে বলেন, সকালে বিজয় দিবসের র‌্যালিতে অংশ নিতে যাওয়ার সময় তাদের এক কর্মীকে বিএনপির দুই কর্মী ‘রাজাকার’ বলে গালিগালাজ করেন এবং পরে মারধর করেন। এ ঘটনায় উভয় পক্ষের মধ্যে হাতাহাতি হয়। এরই ধারাবাহিকতায় বিকেলে এক জামায়াত নেতার ব্যবসা প্রতিষ্ঠানে হামলা চালানো হয়। রাতে আবারও সংঘর্ষের সময় জামায়াতের চার কর্মীর দোকানে হামলা ও লুটপাট করা হয়। এতে তাদের ১০ থেকে ১২ জন কর্মী আহত হন বলে তিনি দাবি করেন।

জামায়াতের মিডিয়া সেল কর্মকর্তা আমির হোসেন জানান, ঘটনার পর রাতেই তারা থানায় লিখিত অভিযোগ দিয়েছেন এবং দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা দাবি করেছেন।

এ বিষয়ে পুলিশ জানায়, এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রণে থাকলেও সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে টহল জোরদার করা হয়েছে। সংঘর্ষের ঘটনায় তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Super Admin

PNN

প্লিজ লগইন পোস্টে মন্তব্য করুন!

আপনিও পছন্দ করতে পারেন