- ১৯ জানুয়ারি, ২০২৬
PNN নিউজ ডেস্ক। পাবনা
পাবনার ঈশ্বরদীতে প্রকাশ্য দিবালোকে গুলিতে নিহত হয়েছেন লক্ষীকুণ্ডা ইউনিয়ন বিএনপির আহ্বায়ক বিরু মোল্লা (৬৫)। বুধবার (১৭ ডিসেম্বর) সকালে উপজেলার লক্ষীকুণ্ডা ইউনিয়নের কামালপুর এলাকায় এ হত্যাকাণ্ড ঘটে।
নিহত বিরু মোল্লা কামালপুর মোল্লাপাড়া গ্রামের বাসিন্দা ও মৃত আবুল মোল্লার ছেলে। স্থানীয়ভাবে তিনি বিএনপির সক্রিয় নেতা হিসেবে পরিচিত ছিলেন।
নিহতের পরিবার জানায়, এই হত্যাকাণ্ডের পেছনে পারিবারিক সম্পত্তি সংক্রান্ত বিরোধ রয়েছে। নিহতের চাচাতো ভাই জহুরুল মোল্লার বিরুদ্ধে গুলি চালানোর অভিযোগ তুলেছেন স্বজনরা। অভিযুক্ত জহুরুল মোল্লা একই এলাকার মৃত ইসলাম মোল্লার ছেলে।
নিহতের ছেলে রাজিব মোল্লা বলেন, দীর্ঘদিন ধরে জহুরুল মোল্লা তাদের পারিবারিক সম্পত্তি জোরপূর্বক দখলে রেখেছেন। মঙ্গলবার রাতের আঁধারে চর এলাকার জমি দখল করে মাটি কেটে বিক্রি করা হয়। বুধবার সকালে বিষয়টি জানতে পেরে তিনি ও তার বাবা জহুরুল মোল্লার বাড়িতে গিয়ে প্রতিবাদ করেন। এ সময় ক্ষুব্ধ হয়ে জহুরুল মোল্লা অবৈধ আগ্নেয়াস্ত্র দিয়ে গুলি চালান। এতে বিরু মোল্লা ঘটনাস্থলেই মারা যান।
ঘটনার পর এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মমিনুজ্জামান জানান, গুলিবিদ্ধ হয়ে এক বিএনপি নেতার নিহত হওয়ার খবর পেয়ে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতালের মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।