Tuesday, October 14, 2025

ভারতের সঙ্গে টানাপোড়েনের মধ্যে নবান্নে মমতা-হামিদুল্লাহ বৈঠক: কূটনৈতি মহলে জল্পনা


ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্কের টানাপোড়েনের মধ্যে, নবনিযুক্ত বাংলাদেশি হাইকমিশনার এম রিয়াজ হামিদুল্লাহ আজ (সোমবার) বিকেলে কলকাতার নবান্নে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বৈঠক করবেন বলে জানা গেছে।


এই বৈঠককে প্রাথমিকভাবে সৌজন্যমূলক বলা হলেও, এর কূটনৈতি তাৎপর্য নিয়ে আলোচনা শুরু হয়েছে।


শনিবারই হাইকমিশনার হামিদুল্লাহ কলকাতায় পৌঁছেছেন। দীর্ঘ ১০ মাসের ব্যবধানে গত মাসে তিনি নয়াদিল্লিতে হাইকমিশনার হিসেবে দায়িত্ব গ্রহণ করেন এবং সম্প্রতি ভারতের প্রেসিডেন্ট দ্রৌপদী মুর্মুর কাছে পরিচয়পত্রও পেশ করেছেন। দায়িত্ব নেওয়ার পর বাংলাদেশের সঙ্গে দীর্ঘ সীমান্ত সংলগ্ন রাজ্য পশ্চিমবঙ্গে এটি তার প্রথম সফর। এই সফরে মুখ্যমন্ত্রী মমতার সঙ্গে বৈঠকটি বিশেষ তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে, কারণ ২০১৬ সালের পর আর কোনো বাংলাদেশি হাইকমিশনারের সঙ্গে মমতা বৈঠক করেননি। সর্বশেষ তৎকালীন হাইকমিশনার মোয়াজ্জেম আলীর সঙ্গে তার বৈঠক হয়েছিল।


পর্যবেক্ষক মহলের মতে, ভারতের নাগরিকদের 'সন্দেহভাজন বাংলাদেশি' হিসেবে সীমান্ত দিয়ে পুশব্যাক করা নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষুব্ধ। এছাড়াও, সিরাজগঞ্জের শাহজাদপুরে রবীন্দ্র স্মৃতি বিজড়িত কাছারি বাড়িতে হামলার ঘটনায় মমতা বন্দ্যোপাধ্যায় প্রধানমন্ত্রী মোদিকে চিঠি লিখে ক্ষোভ প্রকাশ করে পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছিলেন।


ধারণা করা হচ্ছে, এই বৈঠকে রবীন্দ্রনাথের বাড়ি ভাঙচুর নিয়ে 'প্রকৃত তথ্য' মমতার কাছে তুলে ধরা হতে পারে। এছাড়া, সীমান্ত সমস্যা এবং দ্বিপাক্ষিক সম্পর্ক নিয়েও দুজনের মধ্যে কথা হতে পারে। তিস্তার মতো অভিন্ন নদীর পানি বন্টন প্রসঙ্গও মুখ্যমন্ত্রীর মনোভাব বোঝার জন্য উত্থাপিত হতে পারে।

জানা গেছে, হামিদুল্লাহর এই সফরে আরও একটি গুরুত্বপূর্ণ কর্মসূচি রয়েছে। মঙ্গলবার সকালে প্রসার ভারতীর সাবেক সিইও এবং তৃণমূল কংগ্রেসের প্রাক্তন সাংসদ জহর সরকারের সঙ্গে তার একটি একান্ত বৈঠকের সম্ভাবনা রয়েছে। দুজনের মধ্যে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হতে পারে। পশ্চিমবঙ্গের রাজ্যপালের সঙ্গেও তার আলাদা বৈঠক রয়েছে কিনা, তা এখনো স্পষ্ট নয়।


পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে  বাংলাদেশি হাইকমিশনার এম রিয়াজ হামিদুল্লাহ বৈঠক ছবিঃমানবজীবন হতে সংগৃহীত 

Super Admin

PNN

প্লিজ লগইন পোস্টে মন্তব্য করুন!

আপনিও পছন্দ করতে পারেন