- ০৪ ডিসেম্বর, ২০২৫
PNN নিউজ ডেস্ক। ফরিদপুর
ফরিদপুরের ভাঙ্গা উপজেলার সুয়াদী বাসস্ট্যান্ড এলাকায় ইমাদ পরিবহণের একটি যাত্রীবাহী বাসের চাপায় সাহিদা আক্তার (১৭) নামে এক কলেজছাত্রী নিহত হয়েছে। শনিবার (২৯ নভেম্বর) সকালে ঢাকা–খুলনা মহাসড়কে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
নিহত সাহিদা আক্তার সুয়াদী গ্রামের শাহাদাৎ শেখের মেয়ে। তিনি ভাঙ্গা মহিলা ডিগ্রি কলেজের দ্বিতীয় বর্ষে পড়তেন।
দুর্ঘটনার পরপরই স্থানীয় লোকজন উত্তেজিত হয়ে সকাল ৯টার দিকে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন। ফলে দুই পাশে প্রায় ২০ কিলোমিটার দীর্ঘ যানজট সৃষ্টি হয় এবং ঘন্টাব্যাপী ঢাকার সঙ্গে দক্ষিণাঞ্চলের সড়ক যোগাযোগ কার্যত বন্ধ হয়ে পড়ে। এ সময় ক্ষুব্ধ জনতা দূরপাল্লার পাঁচটি বাসে ভাঙচুর চালায়।
খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে গিয়ে অবরোধকারীদের সরে যেতে অনুরোধ করেন এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। পরে যানচলাচল ধীরে ধীরে স্বাভাবিক হয়।
ভাঙ্গা হাইওয়ে থানার এসআই রাশেল জানান, ইমাদ পরিবহণের একটি বাসের ধাক্কায় সাহিদা ঘটনাস্থলেই প্রাণ হারান। স্থানীয়দের বিক্ষোভের কারণে সড়ক চলাচল ব্যাহত হয়, তবে আইনশৃঙ্খলা বাহিনী দ্রুত ব্যবস্থা নেওয়ায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, সাহিদা রাস্তার পাশে দাঁড়িয়ে ছিলেন। হঠাৎ জোরালো শব্দ শুনে তারা দৌড়ে গিয়ে দেখেন তার শরীরের অংশ বিচ্ছিন্ন অবস্থায় মহাসড়কে পড়ে আছে। খবর ছড়িয়ে পড়তেই গ্রামবাসী বিক্ষোভে ফেটে পড়ে।
এদিকে গ্রামবাসীর অভিযোগ, সুয়াদী বাসস্ট্যান্ড পার হয়ে কাইচাইল হাইস্কুল, আশপাশের বাজার ও মাদ্রাসায় প্রতিনিয়ত শিক্ষার্থী ও মানুষের যাতায়াত থাকে। তাই দুর্ঘটনা কমাতে এলাকাটিতে জরুরি ভিত্তিতে গতিরোধক (স্পিড ব্রেকার) স্থাপনের দাবি জানান তারা।