- ০৪ ডিসেম্বর, ২০২৫
PNN নিউজ ডেস্ক। নারায়ণগঞ্জ
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে পানি উন্নয়ন বোর্ডের একটি পরিত্যক্ত ভবন থেকে তরুণ তাকবির আহমেদের (২২) লাশ উদ্ধারের ঘটনায় দুই আসামিকে গ্রেফতার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। অনলাইন জুয়া ও মাদক সেবন নিয়ে বিরোধের জেরে এ হত্যাকাণ্ড ঘটেছে বলে জানিয়েছে সংস্থাটি।
শনিবার (২৮ নভেম্বর) দুপুরে নারায়ণগঞ্জ পিবিআই কার্যালয়ে সংবাদ সম্মেলনে জেলা পুলিশ সুপার মোস্তফা কামাল রাশেদ এ তথ্য নিশ্চিত করেন।
পিবিআই জানায়, বিদেশে চাকরির প্রস্তুতি নিচ্ছিলেন তাকবির। ২৫ নভেম্বর সন্ধ্যায় তিনি বাসা থেকে বেরিয়ে আর ফিরে আসেননি। পরিবার ফোনে যোগাযোগের চেষ্টা করেও ব্যর্থ হয়। পরদিন দুপুরে স্থানীয়রা পরিত্যক্ত ভবনের একটি কক্ষে সন্দেহজনক অবস্থায় তাকবিরের লাশ দেখতে পেয়ে পুলিশকে সংবাদ দেয়। পরে পুলিশ লাশ উদ্ধার করে এবং তাকবিরের বাবা অজ্ঞাতনামা ব্যক্তিদের বিরুদ্ধে মামলা করেন।
মামলাটি তদন্তের দায়িত্ব পাওয়ার পর পিবিআই টিম ২৭ নভেম্বর সোনারগাঁয়ের লাঙ্গলবন্দ এলাকা থেকে প্রথম আসামি হারুন (৩৪) কে গ্রেফতার করে। তার দেওয়া তথ্যের ভিত্তিতে সিদ্ধিরগঞ্জের ওয়াপদা কলোনী থেকে দ্বিতীয় আসামি রফিকুল (৩৮) কে আটক করা হয়। পরে রফিকুলের বাড়ির সিলিং থেকে তাকবিরের ব্যবহৃত মোবাইল ফোনও উদ্ধার করা হয়।
পিবিআই জানায়, মাদক সেবন ও অনলাইন জুয়া নিয়ে দীর্ঘদিন ধরে তাকবিরের সঙ্গে আসামিদের বিরোধ চলছিল। ঘটনার দিন পরিকল্পিতভাবে তাকে পরিত্যক্ত ভবনে ডেকে নিয়ে ইট দিয়ে মাথায় আঘাত করে হত্যা করা হয়। হত্যার পর ঘটনাটি ভিন্ন খাতে প্রবাহিত করতে তাকবিরের বাবার কাছে পুরোনো সিমকার্ড ব্যবহার করে ৪০ হাজার টাকা মুক্তিপণ দাবি করে আসামিরা।
পরবর্তীতে ২৮ নভেম্বর দুই আসামিকে আদালতে হাজির করা হলে তারা ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন।
পিবিআই পুলিশ সুপার জানান, “হত্যার উদ্দেশ্য, ব্যবহৃত অস্ত্র ও অপরাধের কৌশল আমরা নিশ্চিত হয়েছি। তবুও মামলার প্রতিটি দিক যাচাই করে পূর্ণাঙ্গ প্রতিবেদন জমা দেওয়া হবে।”