Friday, December 5, 2025

কুমিল্লার তিতাসে বিএনপি নেতা অস্ত্রসহ গ্রেফতার


ছবি: গ্রেফতারকৃত বিএনপি নেতা মো.মান্নান ভূইয়া (৫৮)। (সংগৃহীত)

PNN নিউজ ডেস্ক। কুমিল্লা

কুমিল্লার তিতাস উপজেলার মজিদপুর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড বিএনপির কৃষি বিষয়ক সম্পাদক মো. মান্নান ভূইয়াকে (৫৮) অস্ত্রসহ গ্রেফতার করেছে সেনাবাহিনী ও পুলিশের যৌথ বাহিনী। শুক্রবার (২৯ নভেম্বর) রাত ১০টার দিকে সাহাপুর গ্রামের পশ্চিমপাড়ার নিজ বাসা থেকে তাকে আটক করা হয়।

তিতাস থানা পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে যৌথ বাহিনী বাড়িটিতে অভিযান চালায়। অভিযানকালে বাড়ির বাহিরের বাথরুমের ছাদে লুকানো অবস্থায় দেশীয় তৈরি পাইপগান সদৃশ একটি অস্ত্র, পাঁচটি সিসা কার্তুজ, দুটি রামদা, একটি পুরনো চাপাতি, একটি লম্বা ছোড়া এবং ঘর থেকে দুই লাখ তেষট্টি হাজার টাকা উদ্ধার করা হয়।

তদন্ত কর্মকর্তা এসআই মাহমুদুল হক বলেন, উদ্ধারকৃত অস্ত্র ও সামগ্রী প্রাথমিকভাবে অবৈধ বলে মনে হয়েছে। ঘটনাটি আরও গভীরভাবে তদন্ত করা হচ্ছে।

তবে গ্রেফতার মান্নান ভূইয়ার স্ত্রী হাজেরা খাতুন অভিযোগ করে বলেন, “আমাদের গ্রামের কিছু আওয়ামী লীগ সমর্থকের সঙ্গে দীর্ঘদিন ধরে বিরোধ চলছে। সেই বিরোধের জের ধরেই পরিকল্পিতভাবে আমাদের বাথরুমের ছাদে অস্ত্র রেখে আমার স্বামীকে ফাঁসানো হয়েছে। আমরা ন্যায়বিচার চাই।”

এ ঘটনায় তিতাস থানায় নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। শনিবার দুপুরে মান্নান ভূইয়াকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

Super Admin

PNN

প্লিজ লগইন পোস্টে মন্তব্য করুন!

আপনিও পছন্দ করতে পারেন