Tuesday, October 14, 2025

উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ বন্ধ, আগের দিনের বিক্ষোভের পর নিরাপত্তা জোরদার


ছবি: মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্তের স্থানে উৎসুক মানুষ(সংগৃহীত)

রাজধানীর উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের প্রধান ফটক আজ বুধবার সকাল থেকে বন্ধ রয়েছে। সকাল ১০টার দিকে দেখা যায়, ফটকের সামনে সাধারণ মানুষের ভিড় থাকলেও শিক্ষার্থীদের প্রবেশ করতে দেওয়া হয়নি। শুধুমাত্র প্রতিষ্ঠানের কিছু কর্মীকে ভেতরে প্রবেশ করতে দেখা গেছে।


এমন পরিস্থিতি তৈরি হয় মঙ্গলবার শিক্ষার্থীদের বিক্ষোভের পর। গতকাল মাইলস্টোন ক্যাম্পাসে অন্তর্বর্তী সরকারের দুই উপদেষ্টা—আসিফ নজরুল ও সি আর আবরার, শিক্ষার্থীদের ক্ষোভের মুখে পড়েন। তাঁদের সঙ্গে ছিলেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলমসহ প্রেস উইংয়ের আরও তিন সদস্য। প্রায় ৯ ঘণ্টা ধরে ক্যাম্পাসে অবরুদ্ধ থাকার পর সন্ধ্যা সাড়ে সাতটার দিকে পুলিশ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহায়তায় তাঁরা বেরিয়ে আসেন।


আজকের সকালজুড়ে উত্তরা দিয়াবাড়ি মোড় ও আশপাশের এলাকাগুলোতে শান্তিপূর্ণ পরিবেশ বিরাজ করলেও নিরাপত্তা বাহিনীর উপস্থিতি চোখে পড়ে। স্থানীয়রা জানান, শিক্ষার্থীদের দাবি ও মঙ্গলবারের ঘটনার পর প্রশাসনের পক্ষ থেকে কড়া নজরদারি রাখা হচ্ছে।


এদিকে একই দিনে উত্তরায় ভয়াবহ একটি বিমান বিধ্বস্তের ঘটনায় ৩২ জনের মৃত্যু হয়েছে বলে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এবং স্বাস্থ্য মন্ত্রণালয় নিশ্চিত করেছে। আরও অন্তত ১৬৫ জন আহত হয়েছেন। অগ্নিদগ্ধ হয়ে হাসপাতালে ভর্তি বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।


বিধ্বস্তের ঘটনা এবং মাইলস্টোন স্কুল সংক্রান্ত পরিস্থিতি ঘিরে উত্তরা ও এর আশপাশের এলাকাজুড়ে সাধারণ মানুষের মধ্যে উদ্বেগ বিরাজ করছে।

Super Admin

PNN

প্লিজ লগইন পোস্টে মন্তব্য করুন!

আপনিও পছন্দ করতে পারেন