Tuesday, October 14, 2025

নাটোরে ট্রাক-মাইক্রোবাস সংঘর্ষে ছয়জন নিহত, আহত দুই


ছবি: নাটোরে সড়ক দুর্ঘটনা (সংগৃহীত)

নাটোরের বড়াইগ্রাম উপজেলায় ট্রাকের সঙ্গে মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে ছয়জন নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও দুইজন। আজ বুধবার সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার আইড়মারী এলাকার তরমুজ পাম্পের সামনে বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।


নিহতদের মধ্যে এখন পর্যন্ত শুধু মাইক্রোবাসের চালকের নাম জানা গেছে। তাঁর নাম রুবেল হোসেন (৩২), বাড়ি মেহেরপুর জেলার গাংনী উপজেলায়। হতাহত ব্যক্তিরা সবাই দুর্ঘটনাকবলিত মাইক্রোবাসের আরোহী ছিলেন বলে নিশ্চিত করেছেন বনপাড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইসমাইল হোসেন।


বনপাড়া হাইওয়ে পুলিশ জানায়, মেহেরপুর থেকে ঢাকাগামী একটি মাইক্রোবাস বিপরীত দিক থেকে আসা সিমেন্টবোঝাই একটি ট্রাককে এড়িয়ে চলার সময় সংঘর্ষে পড়ে। এতে মাইক্রোবাসটি দুমড়ে-মুচড়ে যায়। ঘটনাস্থলেই চালকসহ পাঁচজন নিহত হন। আহত অবস্থায় দুইজনকে বড়াইগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় আরও একজনের মৃত্যু হয়। অপর এক আহত ব্যক্তিকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।


দুর্ঘটনার প্রত্যক্ষদর্শী মিজানুর রহমান বলেন, "মাইক্রোবাসটি অন্য একটি গাড়িকে ওভারটেক করছিল। ঠিক তখনই বিপরীত দিক থেকে আসা ট্রাকের সঙ্গে সংঘর্ষ হয়।" নিহত ছয়জনের মধ্যে চারজন নারী ও দুজন পুরুষ বলে জানা গেছে।

ওসি ইসমাইল হোসেন আরও জানান, দুর্ঘটনার পর ট্রাকটি আটক করা হয়েছে। তবে চালক পালিয়ে গেছেন। হতাহতদের পরিচয় শনাক্ত করার চেষ্টা চলছে।

Super Admin

PNN

প্লিজ লগইন পোস্টে মন্তব্য করুন!

আপনিও পছন্দ করতে পারেন