Tuesday, October 14, 2025

উত্তরায় বিমান বিধ্বস্তে নিহত বেড়ে ৩১ঃ আইএসপিআর


ছবিঃ উত্তরায় বিমানবাহিনীর যুুদ্ধবিমান বিধ্বস্তের ঘটনায় এখন পর্যন্ত মৃত্যু বেড়ে দাঁড়িয়েছে ৩১ জনে।(সংগৃহীত)

ঢাকা, ২২ জুলাই  ২০২৫

রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের ভবনে বাংলাদেশ বিমানবাহিনীর একটি প্রশিক্ষণ যুদ্ধবিমান বিধ্বস্তের ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ৩১ জনে পৌঁছেছে। আহত হয়েছেন কমপক্ষে ১৬৫ জন। নিহতদের মধ্যে উল্লেখযোগ্য সংখ্যক শিশু রয়েছে, যাদের বেশিরভাগের বয়স ১২ বছরের নিচে।

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) মঙ্গলবার (২২ জুলাই) দুপুর ১২টা পর্যন্ত তথ্য জানিয়ে নিশ্চিত করেছে, নিহতদের মধ্যে ২৫ জন শিশু, একজন  এবং বিমানটির একমাত্র পাইলট ফ্লাইট লেফটেন্যান্ট তৌকির রয়েছেন। আহতদের মধ্যে অন্তত পাঁচজন আশঙ্কাজনক অবস্থায় রয়েছেন, যাদের মধ্যে দুজন আইসিইউতে এবং দুজন বার্ন ইউনিটে ভেন্টিলেশনে আছেন।

কোন হাসপাতালে কতজন

আইএসপিআরের তথ্য অনুযায়ী, দুর্ঘটনায় আহত ও নিহতদের চিকিৎসা চলছে ঢাকার বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে:

  • বার্ন ইনস্টিটিউট: আহত ৪৬, নিহত ১০

  • ঢাকা সিএমএইচ: আহত ২৮, নিহত ১৬

  • উত্তরা লুবনা জেনারেল হাসপাতাল: আহত ১৩, নিহত ২

  • উত্তরা আধুনিক হাসপাতাল: আহত ৬০, নিহত ১

  • ঢাকা মেডিকেল কলেজ: আহত ৩, নিহত ১

  • ইউনাইটেড হাসপাতাল: আহত ২, নিহত ১

  • কুয়েত মৈত্রী হাসপাতাল: আহত ৮, নিহত নেই

  • উত্তরা ক্রিসেন্ট হাসপাতাল: আহত ১, নিহত নেই

  • শহীদ মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতাল: আহত ১, নিহত নেই

  • কুর্মিটোলা জেনারেল হাসপাতাল: আহত ৩, নিহত নেই

দুর্ঘটনার বিবরণ

সোমবার (২১ জুলাই) দুপুর ১টা ৬ মিনিটে বিমান বাহিনীর একটি FT-7BGI মডেলের প্রশিক্ষণ যুদ্ধবিমান উড্ডয়ন করে। ১২ মিনিট পর, ১টা ১৮ মিনিটে এটি উত্তরার দিয়াবাড়ীতে অবস্থিত মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ভবনের ওপর বিধ্বস্ত হয়। বিমানটি বিধ্বস্ত হওয়ার সঙ্গে সঙ্গেই আগুন ধরে যায়। পাইলট একা ছিলেন এবং দুর্ঘটনায় তার মৃত্যু হয়েছে।

‘বেশিরভাগ দগ্ধ শিশু, ১২ বছরের নিচে’

প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী অধ্যাপক ডা. মো. সায়েদুর রহমান বলেন, “দুর্ঘটনায় আহতদের মধ্যে অনেক শিশুর বয়স ১২ বছরের নিচে। বেশিরভাগের শরীরের বড় একটি অংশ পুড়ে গেছে। আমরা তাদের জন্য সর্বোচ্চ চিকিৎসা নিশ্চিত করতে কাজ করছি।”

তদন্ত ও পরবর্তী পদক্ষেপ

এই ভয়াবহ দুর্ঘটনার পরপরই সরকার ও বিমানবাহিনীর পক্ষ থেকে পৃথক তদন্ত কমিটি গঠন করা হয়েছে। নিরাপত্তা ত্রুটি ও প্রশিক্ষণ তত্ত্বাবধান খতিয়ে দেখা হচ্ছে। এছাড়া নিহতদের পরিবারকে ক্ষতিপূরণ এবং আহতদের সম্পূর্ণ চিকিৎসা ব্যয় সরকার বহন করবে বলে জানানো হয়েছে।

Super Admin

PNN

প্লিজ লগইন পোস্টে মন্তব্য করুন!

আপনিও পছন্দ করতে পারেন