- ১৩ অক্টোবর, ২০২৫
ঢাকা, মঙ্গলবার (২২ জুলাই):
রাজধানীর সচিবালয়ের প্রধান ফটকের সামনে চলমান শিক্ষার্থী বিক্ষোভ আজ বিকেলে সহিংস রূপ নেয়। বিকেল ৪টা ১০ মিনিটে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে শিক্ষার্থীদের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে। সংঘর্ষের সময় কাঁদানে গ্যাসের শেল ও সাউন্ড গ্রেনেড ছোড়ার শব্দ পাওয়া যায়।
এর আগে, বিকেল ৩টা ৪৫ মিনিটের দিকে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা সচিবালয়ের মূল ফটক ভেঙে ভেতরে প্রবেশ করেন। এরপর সচিবালয়ের ভেতরে পার্কিংয়ে থাকা বেশ কয়েকটি সরকারি গাড়িতে ভাঙচুর চালানো হয়।
এ ঘটনায় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা দ্রুত প্রতিক্রিয়া জানান এবং শিক্ষার্থীদের ওপর চড়াও হন। পরে সেনাবাহিনী ও পুলিশ যৌথভাবে অভিযান চালিয়ে শিক্ষার্থীদের সচিবালয় এলাকা থেকে বের করে দেয়।
শিক্ষার্থীদের বের করে দেওয়ার পরপরই সচিবালয়ের সামনে রাস্তায় আবারও ধাওয়া-পাল্টা ধাওয়ার পরিস্থিতি সৃষ্টি হয়। এতে আশপাশের এলাকা ও যান চলাচলে ব্যাপক বিশৃঙ্খলা দেখা দেয়।
বিক্ষোভরত শিক্ষার্থীরা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের এবং তারা শিক্ষা উপদেষ্টা ও শিক্ষাসচিবের পদত্যাগসহ ছয় দফা দাবিতে আন্দোলন করছেন।
এ ঘটনায় এখনো হতাহতের কোনো নির্ভরযোগ্য তথ্য পাওয়া যায়নি। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এলাকায় বিপুলসংখ্যক আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন করা হয়েছে।