- ১৩ অক্টোবর, ২০২৫
ঢাকা, ২২ জুলাই ২০২৫
উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ যুদ্ধবিমান বিধ্বস্ত হয়ে ব্যাপক প্রাণহানির ঘটনায় ক্ষোভে ফেটে পড়েছে শিক্ষার্থীরা। ঘটনার জেরে গভীর রাতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের সিদ্ধান্তে অসন্তোষ জানিয়ে আজ মঙ্গলবার দুপুরে সচিবালয়ের সামনে অবস্থান নেন রাজধানীর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শতাধিক শিক্ষার্থী।
বেলা আড়াইটার দিকে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা মিছিল নিয়ে সচিবালয়ের ১ নম্বর গেটের সামনে এসে জড়ো হন। তাঁরা ‘আমার ভাই মরল কেন?’, ‘ভুয়া প্রশাসন চাই না’ ইত্যাদি স্লোগানে গোটা এলাকা মুখর করে তোলেন। বিক্ষোভে শিক্ষার্থীরা শিক্ষা উপদেষ্টা অধ্যাপক সি আর আবরার এবং শিক্ষাসচিবের পদত্যাগ দাবি করেন।
এইচএসসি পরীক্ষার্থী জোনায়েদ আহমেদ বলেন, “সকাল বেলা পরীক্ষা দিতে রওনা হওয়ার পর হঠাৎ জানতে পারি, পরীক্ষা বাতিল হয়েছে। অথচ সিদ্ধান্ত এসেছে রাত প্রায় তিনটার দিকে। এত দেরিতে এত গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার মানে কী? প্রশাসনের এই অবহেলা আমাদের জীবন নিয়ে ছিনিমিনি খেলার শামিল।”
প্রত্যক্ষদর্শীরা জানান, বিক্ষোভে অংশ নেওয়া শিক্ষার্থীদের একটি বড় অংশ এসেছে ঢাকা শিক্ষা বোর্ডের সামনের এলাকা থেকে। কেউ কেউ এসএসসি পরীক্ষায় অকৃতকার্য হওয়া শিক্ষার্থীদের খাতা পুনর্মূল্যায়নের দাবিও তুলেছেন।
এদিকে নিরাপত্তা রক্ষার্থে সচিবালয়ের প্রতিটি প্রবেশপথে পুলিশ ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের অবস্থান জোরদার করা হয়েছে। সব প্রবেশপথ বন্ধ থাকায় সচিবালয়ের ভেতরে অনেক যানবাহন আটকে পড়ে, যার ফলে সাময়িক অচলাবস্থার সৃষ্টি হয়।
উল্লেখ্য, গতকাল সোমবার দুপুর ১টা ৬ মিনিটে বাংলাদেশ বিমানবাহিনীর একটি প্রশিক্ষণ যুদ্ধবিমান (FT-7 BGI) মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের অভ্যন্তরে বিধ্বস্ত হয়। এতে বিমানচালকসহ এখন পর্যন্ত অন্তত ৩১ জন নিহত হওয়ার তথ্য পাওয়া গেছে। আহত হন শতাধিক শিক্ষার্থী ও শিক্ষক-কর্মচারী। দুর্ঘটনার জেরে এইচএসসি পরীক্ষা স্থগিত করা হলেও সেটি ঘোষণা করা হয় রাত ২টা ৪০ মিনিটে, অন্তর্বর্তী সরকারের তথ্য উপদেষ্টা মাহফুজ আলমের সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টের মাধ্যমে। পরে বিষয়টি নিশ্চিত করে প্রধান উপদেষ্টার প্রেস উইং এবং আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি।
শিক্ষার্থীদের অভিযোগ, এমন হৃদয়বিদারক ঘটনার পরও প্রশাসনের গাফিলতি ও দেরিতে সিদ্ধান্ত নেওয়া দায়িত্বহীনতার বড় উদাহরণ। তাঁরা দ্রুত পদক্ষেপ ও জবাবদিহিতা দাবি করছেন।