- ১৩ অক্টোবর, ২০২৫
ফায়ার সার্ভিস জানায়, দুর্ঘটনার খবর পেয়ে তারা ১টা ২২ মিনিটে ঘটনাস্থলে পৌঁছে। উত্তরা, টঙ্গী, মিরপুর, কুর্মিটোলা, পূর্বাচল ও পল্লবী স্টেশন থেকে মোট ৮টি ইউনিট কাজ করছে।
বিমানটি ছিল বাংলাদেশ বিমান বাহিনীর এফ-৭ বিজিআই মডেলের একটি প্রশিক্ষণ বিমান। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) জানায়, বিমানটি উড্ডয়ন করেছিল দুপুর ১টা ৬ মিনিটে।
বিমানটি মাইলস্টোন কলেজের ক্যান্টিন ভবনের ছাদে গিয়ে পড়ে। দুর্ঘটনার সময় স্কুল ছুটি হচ্ছিল। ফলে অনেক শিক্ষার্থী তখনো ভবনের ভেতরে ছিল। এতে আগুন ধরে যায় এবং ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা তৈরি হয়।
ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার লিমা খানম জানান, উদ্ধার অভিযান চলছে। এখনই হতাহতের সংখ্যা নিশ্চিত করা যাচ্ছে না।
ফায়ার সার্ভিস জানায়, ঘটনাস্থল থেকে এখন পর্যন্ত অন্তত ৪৫ জনকে জাতীয় বার্ন ইনস্টিটিউটে পাঠানো হয়েছে। তাঁদের মধ্যে অধিকাংশই শিক্ষার্থী। আহত চারজনকে সিএমএইচ হাসপাতালে হেলিকপ্টারে নেওয়া হয়েছে।
একজন দগ্ধ শিক্ষার্থীর অভিভাবক জানান, তিনি তার এক সন্তানকে উদ্ধার করতে পেরেছেন, কিন্তু অন্যজনের কোনো খোঁজ পাননি।
প্রত্যক্ষদর্শীরা জানান, বিমানটি ভবনের প্রবেশমুখে বিধ্বস্ত হয়। এরপর আগুন ধরে যায়। আতঙ্কে শিক্ষার্থীরা ছুটোছুটি শুরু করে। অভিভাবকরা ছুটে আসেন স্কুলে।
ফায়ার সার্ভিস একাধিক সূত্র নিশ্চিত করেছে, এ ঘটনায় অন্তত একজন নিহত হয়েছেন।
উদ্ধার ও নিরাপত্তা কার্যক্রমে সেনাবাহিনী ও বিমানবাহিনীর সদস্যরা যোগ দিয়েছেন। দুর্ঘটনার তদন্ত শুরু হয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।