Tuesday, October 14, 2025

উপদেষ্টাদের সেফ এক্সিট প্রসঙ্গে নাহিদ ইসলামের মন্তব্যে বিতর্ক


ফাইল ছবি; জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম (সংগৃহীত)

স্টাফ রিপোর্টার | PNN: 

অন্তর্বর্তী সরকারের সাবেক তথ্য উপদেষ্টা এবং জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলামের সাম্প্রতিক এক মন্তব্য নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা–সমালোচনা চলছে। তিনি এক সাক্ষাৎকারে বলেছেন, “উপদেষ্টাদের অনেকেই বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে লিয়াজোঁ করে ফেলেছে, তারা নিজেদের সেফ এক্সিটের কথা ভাবতেছে।”

গত শনিবার একাত্তর টেলিভিশনকে দেওয়া সাক্ষাৎকারে নাহিদ ইসলাম অভিযোগ করেন, অভ্যুত্থান-পরবর্তী সরকারের অনেক উপদেষ্টা গণ–আন্দোলনের মূল চেতনা থেকে সরে গিয়ে ব্যক্তিস্বার্থে কাজ করেছেন। তিনি বলেন, “আমাদের উচিত ছিল ছাত্র নেতৃত্বকেই শক্তিশালী করা। কিন্তু আমরা নাগরিক সমাজ ও রাজনৈতিক নেতাদের বিশ্বাস করেছিলাম, আর সেই জায়গায় আমরা প্রতারিত হয়েছি।”

ফেসবুকসহ বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে নাহিদ ইসলামের বক্তব্য ঘিরে নানা প্রতিক্রিয়া দেখা গেছে। একাত্তর টিভির ভেরিফায়েড ফেসবুক পেজে এ–সংক্রান্ত পোস্টে একদিনের মধ্যে ১২ হাজারের বেশি প্রতিক্রিয়া ও দেড় হাজারের মতো মন্তব্য জমা হয়েছে। কেউ তাঁর বক্তব্যকে সাহসী অভিমত বলেছেন, আবার কেউ একে দায়িত্বজ্ঞানহীন মন্তব্য হিসেবে আখ্যা দিয়েছেন।

নাহিদ ইসলাম সাক্ষাৎকারে আরও বলেন, অনেক উপদেষ্টা নিজেদের আখের গুছিয়েছে বা গণ–অভ্যুত্থানের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে। তিনি ইঙ্গিত দিয়ে বলেন, “যখন সময় আসবে, তখন আমরা এদের নামও প্রকাশ করব।”

প্রসঙ্গত, ২০২৪ সালের জুলাই অভ্যুত্থানের সময় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক ছিলেন নাহিদ ইসলাম। অভ্যুত্থানের পর অন্তর্বর্তী সরকারের তথ্য উপদেষ্টা হন তিনি। তবে চলতি বছরের ফেব্রুয়ারিতে পদত্যাগ করে এনসিপির আহ্বায়কের দায়িত্ব নেন।

বিষয়টি নিয়ে জানতে চেয়ে রোববার রাতে প্রথম আলোর পক্ষ থেকে তাঁর সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি সাড়া দেননি।

Super Admin

PNN

প্লিজ লগইন পোস্টে মন্তব্য করুন!

আপনিও পছন্দ করতে পারেন