Tuesday, October 14, 2025

ভোট পর্যবেক্ষক সংস্থা নিয়ে ইসির ব্যাখ্যা: ‘চূড়ান্ত তালিকা নয়, জনগণের তথ্য চাই’


ফাইল ছবিঃ প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দীন। (সংগৃহীত)

স্টাফ রিপোর্টার | PNN: 

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ভোট পর্যবেক্ষণে প্রস্তাবিত সংস্থাগুলো নিয়ে বিতর্কের মধ্যে ব্যাখ্যা দিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দীন। তিনি জানিয়েছেন, সংবাদপত্রে প্রকাশিত তালিকাটি কোনোভাবেই চূড়ান্ত নয়। বরং জনগণের কাছ থেকে তথ্য সংগ্রহের উদ্দেশ্যে সেটি প্রকাশ করা হয়েছে।

আজ সোমবার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের সঙ্গে এক সংলাপ শেষে সিইসি বলেন, “আমরা কোনো সংস্থাকে সরাসরি রেজিস্ট্রেশন দিইনি। তালিকা প্রকাশের মানে হলো—জনগণের কাছ থেকে প্রতিক্রিয়া পাওয়া। এরপর যাচাই-বাছাই করে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।”

সাম্প্রতিক সময়ে গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে দেখা যায়, প্রাথমিক তালিকার অনেক সংস্থার কার্যক্রম ও সক্ষমতা প্রশ্নবিদ্ধ। কেউ বাসা বা পরিত্যক্ত ঘরকে অফিস দেখিয়ে পর্যবেক্ষক হওয়ার আবেদন করেছে। এ প্রসঙ্গে সিইসি বলেন, “গণমাধ্যমে তথ্য আসা আমাদের কাজকে সহজ করে। তথ্য সঠিক প্রমাণিত হলে আমরা অবশ্যই পদক্ষেপ নেব।”

সাংবাদিকদের নিরাপত্তা ও নির্বাচনের সময় স্বচ্ছ পরিবেশ নিশ্চিত করতে সাংবাদিক প্রতিনিধিরা নানা পরামর্শ দেন। একাত্তর টিভির সিইও শফিক আহমেদ বলেন, “নির্বাচনের আগে–পরে সাংবাদিকেরা সব পক্ষের চাপের মুখে পড়েন। তাঁদের সুরক্ষায় ইসির ভূমিকা প্রয়োজন।”

যমুনা টিভির সিএনই তৌহিদুল ইসলাম আইনশৃঙ্খলা বাহিনীর নিরপেক্ষ ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন। তিনি বলেন, “নির্বাচনের সময় বাহিনীকে নিশ্চয়তা দিতে হবে যে, দায়িত্ব পালনের কারণে ভবিষ্যতে তারা রাজনৈতিক চাপের শিকার হবেন না।”

সংলাপে আরও আলোচনায় উঠে আসে ভুয়া তথ্য প্রতিরোধ, কৃত্রিম বুদ্ধিমত্তার প্রভাব মোকাবিলা এবং গণমাধ্যমকে নির্বিঘ্নে কাজের পরিবেশ দেওয়া।

সিইসি তাঁর বক্তব্যে আবারও প্রতিশ্রুতি দেন যে, নির্বাচন হবে “আয়নার মতো স্বচ্ছ” এবং এ ক্ষেত্রে গণমাধ্যমের সহযোগিতা অপরিহার্য। সংলাপে চার নির্বাচন কমিশনারসহ ইসির শীর্ষ কর্মকর্তারা এবং টেলিভিশন চ্যানেলগুলোর সম্পাদক ও প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

Super Admin

PNN

প্লিজ লগইন পোস্টে মন্তব্য করুন!

আপনিও পছন্দ করতে পারেন