Tuesday, October 14, 2025

উখিয়ার সাগরে মাছ ধরতে গিয়ে নিখোঁজ নবম শ্রেণির দুই কিশোরের মরদেহ উদ্ধার


ফাইল ছবিঃ হাবিবুল আবছার হাবিব ও নাজমুল হোসেন সায়েম (সংগৃহীত)

উখিয়ার ইনানী ও মনখালী সমুদ্র সৈকতে মাছ ধরার সময় নিখোঁজ হওয়া নবম শ্রেণির দুই শিক্ষার্থী হাবিবুল আবছার হাবিব (১৭) ও নাজমুল হোসেন সায়েমের মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় চার বন্ধু নিরাপদে ফিরে এসেছে।

শনিবার দুপুরে ইনানী সমুদ্র সৈকত থেকে হাবিবের ভাসমান মরদেহ উদ্ধার করা হয়। এর আগে শুক্রবার রাত আড়াইটার দিকে মনখালী সমুদ্র সৈকত থেকে সায়েমের মরদেহ পাওয়া যায়।

স্থানীয়রা জানিয়েছেন, শুক্রবার সকালে মোট ছয় বন্ধু মাছ ধরতে গিয়েছিলেন। হঠাৎ ঢেউয়ের তেড়ে হাবিব ও সায়েম পানিতে ভেসে যান। কোস্টগার্ড মরদেহ উদ্ধার করে আইনি প্রক্রিয়ার মাধ্যমে পরিবারের কাছে হস্তান্তর করবেন বলে জানানো হয়েছে।

Super Admin

PNN

প্লিজ লগইন পোস্টে মন্তব্য করুন!

আপনিও পছন্দ করতে পারেন