Wednesday, January 14, 2026

ট্যাংক থেকে যুদ্ধবিমান: ১৩ বিলিয়ন ডলারের প্রতিরক্ষা চুক্তিতে অর্থনীতিতে গতি আনছে পাকিস্তান


ছবিঃ পাকিস্তানের ট্যাঙ্ক (সংগৃহীত)

আন্তর্জাতিক ডেস্ক। PNN 

পাকিস্তানের প্রতিরক্ষা শিল্প বৈশ্বিক বাজারে ক্রমেই সক্রিয় হয়ে উঠছে। সাম্প্রতিক এক প্রতিবেদনে বলা হয়েছে, পাকিস্তান ও সৌদি আরব প্রায় ২০০ কোটি মার্কিন ডলারের সৌদি ঋণকে JF-17 Thunder যুদ্ধবিমান ক্রয়চুক্তিতে রূপান্তরের বিষয়ে আলোচনা চালাচ্ছে। গত বছর দুই দেশের মধ্যে স্বাক্ষরিত পারস্পরিক প্রতিরক্ষা চুক্তির পর এই উদ্যোগকে সামরিক সহযোগিতা আরও গভীর করার ইঙ্গিত হিসেবে দেখা হচ্ছে।

একই সঙ্গে বাংলাদেশ-এর সঙ্গেও বিস্তারিত আলোচনা করেছে পাকিস্তান। আলোচনায় জেএফ-১৭ যুদ্ধবিমানের পাশাপাশি Super Mushshak প্রশিক্ষণ বিমান সংগ্রহের সম্ভাব্য বিষয় উঠে এসেছে। প্রতিরক্ষা খাতে সক্ষমতা বৃদ্ধির অংশ হিসেবে এ আলোচনা দুই দেশের সামরিক সম্পর্ককে নতুন মাত্রা দিতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা।

অন্যদিকে, আফ্রিকায়ও পাকিস্তানের অস্ত্র রপ্তানির পরিসর বাড়ছে। প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, পাকিস্তান ইতোমধ্যে Libyan National Army-এর সঙ্গে প্রায় ৪০০ কোটি ডলারের একটি অস্ত্র চুক্তি নিশ্চিত করেছে। এই চুক্তিকে আফ্রিকার বাজারে পাকিস্তানের প্রতিরক্ষা পণ্যের প্রবেশদ্বার হিসেবে দেখা হচ্ছে।

এ ছাড়া মঙ্গলবার ইন্দোনেশিয়া-র একটি উচ্চপর্যায়ের প্রতিরক্ষা প্রতিনিধি দল পাকিস্তান বিমান বাহিনীর প্রধানের সঙ্গে বৈঠক করে। বৈঠকে কৌশলগত বিমান সহযোগিতা, বিশেষ করে জেএফ-১৭ থান্ডার যুদ্ধবিমান নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

প্রতিবেদনটি আরও জানায়, বিশ্বব্যাপী প্রতিরক্ষা ব্যয় বৃদ্ধির ফলে পাকিস্তানের প্রতিরক্ষা রপ্তানি খাত উল্লেখযোগ্যভাবে লাভবান হতে পারে। বিশেষজ্ঞদের মতে, ড্রোন প্রযুক্তি এবং আরও উন্নত ক্ষেপণাস্ত্র ব্যবস্থা উন্নয়ন ও রপ্তানির মাধ্যমে পাকিস্তানের সামনে নতুন সম্ভাবনা তৈরি হচ্ছে।

আফ্রিকার বাজারকে ভবিষ্যতে বড় সুযোগ হিসেবে দেখছে পাকিস্তান। লিবিয়া ও সুদানের সম্ভাব্য অগ্রগতির পাশাপাশি নাইজেরিয়া এবং সংঘাতপ্রবণ অঞ্চল যেমন কঙ্গো বা রুয়ান্ডা-ও পাকিস্তানের প্রতিরক্ষা সরঞ্জামের সম্ভাব্য ক্রেতা হতে পারে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

সব মিলিয়ে, সাম্প্রতিক এসব উদ্যোগ পাকিস্তানের প্রতিরক্ষা শিল্পকে বৈশ্বিক অস্ত্রবাজারে আরও দৃঢ় অবস্থানে নেওয়ার ইঙ্গিত দিচ্ছে।

Super Admin

PNN

প্লিজ লগইন পোস্টে মন্তব্য করুন!

আপনিও পছন্দ করতে পারেন