Tuesday, October 14, 2025

তত্ত্বাবধায়ক ব্যবস্থা বাতিলের রায় নিয়ে আপিল শুনানি ২১ অক্টোবর


ফাইল ছবিঃ সুপ্রিম কোর্ট (সংগৃহীত)

তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা বাতিল করে দেওয়া ঐতিহাসিক রায়ের বিরুদ্ধে আপিল শুনানির দিন ধার্য করেছে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। আগামী ২১ অক্টোবর বিষয়টি কার্যতালিকার শীর্ষে থাকবে বলে বুধবার (২৭ আগস্ট) প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন সাত সদস্যের বেঞ্চ আদেশ দিয়েছেন।

২০১১ সালের ১০ মে তৎকালীন প্রধান বিচারপতি এ বি এম খায়রুল হকের নেতৃত্বাধীন বেঞ্চ সংবিধানের ত্রয়োদশ সংশোধনী বাতিল ঘোষণা করেছিলেন। ওই রায়ের পুনর্বিবেচনা চেয়ে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ কয়েকজন ব্যক্তি এবং সংগঠন আবেদন করেন। এ ছাড়া জামায়াতে ইসলামী ও একাধিক নাগরিকের পক্ষ থেকেও রিভিউ আবেদন দাখিল করা হয়।

দুই দিন ধরে শুনানি শেষে আজ আদালত আবেদনগুলো গ্রহণযোগ্য করে আপিলের অনুমতি (লিভ) দেন। শুনানির সময় অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান বলেন, লিভ মঞ্জুর করা আদালতের প্রথা হলেও আইনগতভাবে বাধ্যতামূলক নয়। তবে প্রধান বিচারপতি মন্তব্য করেন, “আমরা প্রথা অনুসরণ করব, লিভ দিয়েই বিষয়টি শুনব।”

বিএনপির পক্ষে জ্যেষ্ঠ আইনজীবী জয়নুল আবেদীন ও রুহুল কুদ্দুস শুনানি করেন। জামায়াতের পক্ষে ছিলেন আইনজীবী শিশির মনির। রাষ্ট্রপক্ষে অংশ নেন অ্যাটর্নি জেনারেল ও অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল আরশাদুর রউফ।

প্রসঙ্গত, ১৯৯৬ সালে ত্রয়োদশ সংশোধনীর মাধ্যমে সংবিধানে তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা যুক্ত হয়। পরে ২০১১ সালের রায়ে এটি বাতিল হয় এবং একই বছরের জুনে জাতীয় সংসদ পাস করা পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে এ ব্যবস্থা আনুষ্ঠানিকভাবে বিলুপ্ত ঘোষণা করা হয়।

তবে এর বৈধতা নিয়ে এখনও বিতর্ক চলমান। হাইকোর্ট ইতোমধ্যে পঞ্চদশ সংশোধনীর কয়েকটি ধারা অসাংবিধানিক ঘোষণা করেছে। এবার আপিল বিভাগের শুনানির মধ্য দিয়ে এ নিয়ে নতুন করে সাংবিধানিক বিতর্কের মীমাংসা হতে পারে।

Super Admin

PNN

প্লিজ লগইন পোস্টে মন্তব্য করুন!

আপনিও পছন্দ করতে পারেন