- ১৩ অক্টোবর, ২০২৫
স্টাফ রিপোর্টার | PNN:
আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) শাপলা প্রতীক পাবেন না বলে জানিয়েছেন নির্বাচন কমিশন সচিবালয়ের জ্যেষ্ঠ সচিব আখতার আহমেদ। মঙ্গলবার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনে এক সংবাদ ব্রিফিংয়ে তিনি এ তথ্য নিশ্চিত করেন।
ইসি সচিব বলেন, ‘আমাদের ১১৫টি নির্ধারিত প্রতীকের মধ্যে শাপলা নেই। নিয়ম অনুযায়ী প্রতীক যেটা আছে, তার মধ্যে থেকে একটি নির্বাচন করতে হবে। শাপলা না থাকায় তা বরাদ্দ দেওয়ার সুযোগ নেই।’
এ বিষয়ে এনসিপি’র মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী গতকাল প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে সাক্ষাৎ করেছিলেন। তিনি দলের অনড় অবস্থান জানিয়ে বলেছেন, শাপলা ছাড়া অন্য কোনো প্রতীকে তারা রাজি নয়।
ইসি সচিব আরও জানান, ২৮ সেপ্টেম্বর থেকে বিভিন্ন রাজনৈতিক দল, সুশীল সমাজ, শিক্ষাবিদ, নারী নেতারা, মিডিয়া এবং নির্বাচন বিশেষজ্ঞদের সঙ্গে সংলাপ শুরু করবে কমিশন। এছাড়া রাজনৈতিক দলের নিবন্ধনের নথি পর্যালোচনা, নির্বাচনী আচরণবিধি ও আরপিও সংক্রান্ত কাজও চলছে।