Tuesday, October 14, 2025

বিসিবির শেষ বোর্ড সভা: খসড়া ভোটার তালিকা প্রকাশের সিদ্ধান্ত নেওয়া হয়নি, নির্বাচনের তারিখ অটল


ফাইল ছবিঃ নির্বাচন ভবন (সংগৃহীত)

স্টাফ রিপোর্টার | PNN: 

বিসিবি সভাপতি আমিনুল ইসলামের পরিচালনা পর্ষদের শেষ সভা গতকাল রাত ৯টায় শুরু হয়ে দুই ঘণ্টারও বেশি সময় চলে। এই সভায় বিদায়ী সুর যেমন বিরাজ করেছিল, তেমনি কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্তও নেওয়া হয়। তবে আসন্ন নির্বাচনের খসড়া ভোটার তালিকা প্রকাশ বা কাউন্সিলরদের ফর্ম চূড়ান্ত করার বিষয়ে কোনো সিদ্ধান্ত হয়নি।

সভায় দেরিতে জমা হওয়া কাউন্সিলর ফর্ম গ্রহণের বিষয়টি উল্লেখ করা হয়েছে। সাবেক সভাপতি ফারুক আহমেদের ফরমও রাত ৯টায় রেঞ্জার্স ক্রিকেট একাডেমি থেকে এসেছে, যা ‘নোট’ হিসেবে গ্রহণ করা হয়েছে। ফরম চূড়ান্ত করার সিদ্ধান্ত কমিশনের হাতে রয়েছে।

বিসিবির মিডিয়া কমিটির প্রধান ইফতেখার রহমান জানিয়েছেন, আদালতে দুটি রিট চলায় সভা শুরু করতে দেরি হয়েছে। আদালতের চূড়ান্ত নির্দেশনার পরই বিষয়গুলো নিয়ে আলোচনায় বসা হয়েছে। ২৮ সেপ্টেম্বর চেম্বার জজ আদালতে মামলার পরবর্তী শুনানি হবে।

নির্বাচনের খসড়া ভোটার তালিকা আগামী সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত আপত্তি গ্রহণের পর চূড়ান্তভাবে প্রকাশ করা হবে। নির্বাচনের তফসিল অনুযায়ী ভোটগ্রহণ ৬ অক্টোবর অনুষ্ঠিত হওয়ার কথা।

সভায় বিপিএলের ইভেন্ট ম্যানেজমেন্টের জন্য আইএমজির সঙ্গে তিন বছরের চুক্তি এবং পরবর্তী আসর ডিসেম্বর-জানুয়ারিতে আয়োজনের সিদ্ধান্তও নেওয়া হয়েছে। বর্তমান বোর্ড ১৩৯৮ কোটি টাকার স্থায়ী আমানত ও নগদ রেখেই বিদায় নিচ্ছে।

Super Admin

PNN

প্লিজ লগইন পোস্টে মন্তব্য করুন!

আপনিও পছন্দ করতে পারেন