Tuesday, October 14, 2025

ব্যালন ডি’অর জিতে ফরাসি ফুটবলে নতুন ইতিহাস গড়লেন উসমান ডেম্বলে


ছবিঃ উসমান ডেম্বেলে ও আইতানা বোনমাতি জিতলেন ব্যালন ডি’অর পুরস্কার (সংগৃহীত । দ্যা গার্ডিয়ান )

স্টাফ রিপোর্টার | PNN: 

প্যারিসের ঝলমলে এক রাতে পুরুষদের ব্যালন ডি’অর জিতে নিলেন প্যারিস সেন্ট জার্মেইর (পিএসজি) ফরাসি তারকা উসমান ডেম্বেলে। থিয়েত্র দু শাতলে আয়োজিত এই আসরে তার নাম ঘোষণার পর দর্শকরা দাঁড়িয়ে করতালি দেন এবং বাইরে ভক্তরা আতশবাজি ফাটিয়ে উদযাপন করেন।

চ্যাম্পিয়নস লিগ জয়ের ধারাবাহিকতা ও ক্রিসমাসের পর থেকে দুর্দান্ত পারফরম্যান্সই দেম্বেলেকে এনে দিয়েছে এই স্বীকৃতি। গত মৌসুমে মাঝমাঠে তার নতুন ভূমিকা থেকে মাত্র ২০ ম্যাচে ২৫ গোল করেছিলেন তিনি। ফাইনালে ইন্টার মিলানের বিপক্ষে শিরোপা জয়ে তার পারফরম্যান্সই ছিল আলোচনার কেন্দ্রবিন্দু।

পুরস্কার গ্রহণের সময় আবেগ ধরে রাখতে পারেননি দেম্বেলে। কৃতজ্ঞতা প্রকাশ করেছেন শৈশবের শহর থেকে শুরু করে তার এজেন্ট পর্যন্ত সবার প্রতি এবং মঞ্চে মাকে ডেকে এনে ভাগ করে নিয়েছেন সাফল্যের মুহূর্ত।

নারীদের বিভাগে টানা তৃতীয়বারের মতো ব্যালন ডি’অর জিতেছেন স্পেনের আইতানা বোনমাতি। যদিও ফাইনালে আর্সেনালের আলেসিয়া রুসোর কাছে হেরেছিলেন, তবুও ধারাবাহিক পারফরম্যান্সের কারণে তিনি আবারও সেরা নির্বাচিত হন।

ইংল্যান্ডের জন্যও রাতটি ছিল স্মরণীয়। লায়নেস কোচ সারিনা উইগম্যান জোহান ক্রুইফ সেরা কোচের পুরস্কার জিতেছেন, গোলকিপার হান্নাহ হ্যাম্পটন পেয়েছেন নারীদের প্রথম ইয়াশিন ট্রফি। আর্সেনালও পেয়েছে বছরের সেরা ক্লাবের স্বীকৃতি।

পুরুষ গোলকিপারদের ইয়াশিন ট্রফি জিতেছেন জিয়ানলুইজি দোন্নারুমা। আর আর্সেনালের ভিক্টর গিয়োকারেস হয়েছেন সর্বোচ্চ গোলদাতা, পেয়েছেন গার্ড মুলার ট্রফি।

এই আয়োজন শুধু দেম্বেলের ক্যারিয়ারই নয়, ফরাসি ফুটবলের ইতিহাসেও এক অনন্য অধ্যায় যুক্ত করেছে। পিএসজির সভাপতি নাসের আল-খেলাইফি অনুষ্ঠানে উপস্থিত থেকে বলেছেন, “আজকের এই জয় শুধু দেম্বেলের নয়, ফরাসি ফুটবল ও প্যারিসেরও।”

Super Admin

PNN

প্লিজ লগইন পোস্টে মন্তব্য করুন!

আপনিও পছন্দ করতে পারেন