Tuesday, October 14, 2025

এশিয়া কাপ সুপার ফোরে টিকে থাকার লড়াইযে পাকিস্তান-শ্রীলঙ্কা মুখোমুখি আজ


ফাইল ছবিঃ এশিয়া কাপ ২০২৫ চলাকালে পাকিস্তান ও শ্রীলঙ্কা উভয় দলই সমর্থকদের কাছ থেকে ব্যাপক উৎসাহ পেয়েছে (সংগৃহীত । আল জাজিরা । দিনুকা লিয়ানাওয়াট্টে/রয়টার্স)

স্টাফ রিপোর্টার | PNN: 

টি২০ এশিয়া কাপ ২০২৫-এর সুপার ফোর পর্বে আজ মঙ্গলবার আবুধাবির জায়েদ ক্রিকেট স্টেডিয়ামে মুখোমুখি হচ্ছে পাকিস্তান ও শ্রীলঙ্কা। বাংলাদেশ সময় রাত ৮:৩০টা (১৪:৩০ জিএমটি) থেকে শুরু হবে এই গুরুত্বপূর্ণ ম্যাচ, যেখানে হারের ফলে দুই দলের কারও ফাইনাল স্বপ্নই ভেঙে যেতে পারে।

দুই সাবেক চ্যাম্পিয়নই সুপার ফোরের প্রথম ম্যাচে হেরেছে। বাংলাদেশ ও ভারত তাদের প্রথম জয় তুলে নিয়ে ইতোমধ্যেই দু’পয়েন্ট করে অর্জন করেছে। ফলে পাকিস্তান ও শ্রীলঙ্কার জন্য আজকের ম্যাচ জিততেই হবে নিজেদের ফাইনাল আশা টিকিয়ে রাখতে।

গত শনিবার বাংলাদেশ চার উইকেটে হারিয়েছিল শ্রীলঙ্কাকে। আর রবিবার চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের বিপক্ষে টানা দ্বিতীয় পরাজয়ের তিক্ততা নিয়ে মাঠ ছাড়ে পাকিস্তান।

শ্রীলঙ্কা দলপতি চরিথ আসালঙ্কার নেতৃত্বে শেষ পাঁচ টি২০ আন্তর্জাতিক ম্যাচে পাকিস্তানের বিপক্ষে জয়ী হয়েছে লঙ্কানরা। অপরদিকে দুইবারের এশিয়া কাপ চ্যাম্পিয়ন পাকিস্তান আজ মরিয়া হয়ে মাঠে নামবে নিজেদের হারানো মর্যাদা ফেরাতে।

পাকিস্তানের নজরে রাখার মতো খেলোয়াড়রা

  • ফখর জামান: দীর্ঘ ইনজুরির পর দলে ফিরেছেন। ফর্মে ফিরতে না পারলেও একবার ছন্দে উঠলে প্রতিপক্ষ বোলারদের চাপে ফেলতে পারেন।

  • আবরার আহমেদ: এখন পর্যন্ত দলের সবচেয়ে কৃপণ বোলার। চার ম্যাচে মাত্র চার উইকেট পেলেও তার আঁটসাঁট স্পেল অন্য প্রান্তে উইকেট আনার সুযোগ তৈরি করছে।

শ্রীলঙ্কার ভরসা যাদের ওপর

  • পাথুম নিসাঙ্কা: ধারাবাহিকভাবে রান করে যাচ্ছেন। এবারের এশিয়া কাপে চার ম্যাচে ১৪৬ রান করেছেন।

  • ওয়ানিন্দু হাসারাঙ্গা: চোটে ভুগলেও বল ও ব্যাট দু’দিকেই কার্যকর। পাকিস্তানের বিপক্ষে পাঁচ ম্যাচে ১৪ উইকেট আর ৬১ রান করেছেন তিনি।

সুপার ফোর পয়েন্ট টেবিল
ভারত দুই পয়েন্ট নিয়ে নেট রান রেটে এগিয়ে আছে তালিকার শীর্ষে। সমান পয়েন্ট নিয়েই বাংলাদেশ রয়েছে দ্বিতীয় স্থানে। আজকের ম্যাচে জয়ী দল প্রথম থেকে তৃতীয় যেকোনো অবস্থানে উঠে যেতে পারে। তবে হেরে গেলে শেষ ম্যাচে বড় জয় পেতে হবে এবং অন্য ম্যাচের ফলাফলের ওপর নির্ভর করতে হবে।


Super Admin

PNN

প্লিজ লগইন পোস্টে মন্তব্য করুন!

আপনিও পছন্দ করতে পারেন