- ১৩ অক্টোবর, ২০২৫
আন্তর্জাতিক ডেস্ক |PNN
উত্তর ফিলিপাইনে ব্যাপক ক্ষয়ক্ষতির পর এবার দক্ষিণ চীন সাগর পেরিয়ে হংকং, চীনের দক্ষিণাঞ্চল ও তাইওয়ানের দিকে ধেয়ে আসছে সুপার টাইফুন ‘রাগাসা’। এ পর্যন্ত ফিলিপাইনে অন্তত তিনজনের মৃত্যু হয়েছে এবং হাজারো মানুষকে গ্রাম ছেড়ে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেওয়া হয়েছে।
হংকংয়ের কর্তৃপক্ষ এ ঘূর্ণিঝড়কে “গুরুতর হুমকি” হিসেবে আখ্যায়িত করেছে। শহরের প্রধান প্রশাসনিক কর্মকর্তা এরিক চ্যান বলেছেন, রাগাসার প্রভাব ২০১৭ সালের হাটো ও ২০১৮ সালের মাংখুতের মতো ভয়াবহ হতে পারে।
হংকং আবহাওয়া দফতরের তথ্যমতে, মঙ্গলবার ভোরে রাগাসার কেন্দ্রীয় এলাকায় বাতাসের সর্বোচ্চ গতিবেগ ছিল ঘণ্টায় ২২০ কিলোমিটার। এ কারণে মঙ্গলবার সন্ধ্যা থেকে ফ্লাইট পরিচালনায় বড় ধরনের বিঘ্ন ঘটবে বলে জানিয়েছে বিমানবন্দর কর্তৃপক্ষ। ক্যাথে প্যাসিফিকের অন্তত ৫০০ ফ্লাইট বাতিলের আশঙ্কা করা হচ্ছে।
আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, হংকংয়ে আবহাওয়ার দ্রুত অবনতি ঘটবে এবং টাইফুন সিগন্যাল ৮ জারি হতে পারে, যা তৃতীয় সর্বোচ্চ সতর্কতা। এতে শহরের বেশিরভাগ ব্যবসা প্রতিষ্ঠান ও গণপরিবহন বন্ধ হয়ে যাবে। স্থানীয় বাসিন্দারা ইতোমধ্যে খাদ্য ও প্রয়োজনীয় সামগ্রী মজুত করছেন দুই দিনের জরুরি পরিস্থিতি মোকাবিলার জন্য।
অন্যদিকে তাইওয়ানের আবহাওয়া দপ্তর জানিয়েছে, দ্বীপের পূর্বাঞ্চলে “অত্যন্ত ভারী বর্ষণ” হতে পারে, যা পাহাড়ি এলাকায় ভূমিধস ও আকস্মিক বন্যার ঝুঁকি বাড়াবে।