Tuesday, October 14, 2025

জাতিসংঘ অধিবেশনের আগে ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দিল ফ্রান্সসহ ছয়টি দেশ


ছবিঃ ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রোঁ ২২ সেপ্টেম্বর ২০২৫-এ নিউইয়র্ক সিটির জাতিসংঘ সদর দফতরে ইসরায়েল-ফিলিস্তিন দুই রাষ্ট্রভিত্তিক সমাধান নিয়ে অনুষ্ঠিত রাষ্ট্রপ্রধানদের উচ্চপর্যায়ের বৈঠকে প্রতিনিধিদের উদ্দেশে বক্তব্য রাখছেন (সংগৃহীত । এদুয়ার্দো মুনোজ/রয়টার্স )

আন্তর্জাতিক ডেস্ক |PNN 

জাতিসংঘ সাধারণ পরিষদের বার্ষিক অধিবেশনের আগে নিউইয়র্কে অনুষ্ঠিত এক উচ্চপর্যায়ের সম্মেলনে ফ্রান্সসহ ছয়টি দেশ ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়ার ঘোষণা দিয়েছে।

সৌদি আরবের সঙ্গে যৌথভাবে আয়োজিত ওই সম্মেলনে ফ্রান্সের পাশাপাশি আন্দোরা, বেলজিয়াম, লুক্সেমবার্গ, মাল্টা ও মোনাকো ফিলিস্তিন রাষ্ট্রকে আনুষ্ঠানিক স্বীকৃতি দেওয়ার ঘোষণা জানায়। এর আগে অস্ট্রেলিয়া, কানাডা, পর্তুগাল ও যুক্তরাজ্যও ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার সিদ্ধান্ত জানিয়েছিল।

ফরাসি প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রোঁ সম্মেলনে বলেন, “এখনই সময়। দুই রাষ্ট্রভিত্তিক সমাধানের সম্ভাবনা টিকিয়ে রাখতে আমাদের সর্বোচ্চ চেষ্টা করতে হবে। আজ আমি ঘোষণা করছি, ফ্রান্স ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দিচ্ছে।”

জাতিসংঘের ১৯৩ সদস্য দেশের মধ্যে এর আগে প্রায় ১৪৭টি দেশ ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দিয়েছিল। নতুন স্বীকৃতির ফলে আন্তর্জাতিক সম্প্রদায়ের ৮০ শতাংশেরও বেশি এখন ফিলিস্তিনের রাষ্ট্রীয় স্বীকৃতি দিয়েছে।

এতে ইসরায়েলের ওপর কূটনৈতিক চাপ আরও জোরদার হলো, বিশেষ করে গাজায় চলমান যুদ্ধের প্রেক্ষাপটে যেখানে ইতোমধ্যেই ৬৫ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন এবং অঞ্চলটি ধ্বংসস্তূপে পরিণত হয়েছে।

গত বছর স্পেন, নরওয়ে ও আয়ারল্যান্ড ফিলিস্তিনকে স্বীকৃতি দিয়েছিল। এর মধ্যে স্পেন ইসরায়েলের বিরুদ্ধে নিষেধাজ্ঞাও আরোপ করেছিল গাজা যুদ্ধের কারণে।

Super Admin

PNN

প্লিজ লগইন পোস্টে মন্তব্য করুন!

আপনিও পছন্দ করতে পারেন