- ১৩ অক্টোবর, ২০২৫
আন্তর্জাতিক ডেস্ক |PNN
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) অধিবেশনের ফাঁকে গাজা যুদ্ধের অবসান ও বিধ্বস্ত উপত্যকার ভবিষ্যৎ নিয়ে আলোচনা করতে সৌদি আরব, কাতার, সংযুক্ত আরব আমিরাত, মিসর, জর্ডান, তুরস্ক, ইন্দোনেশিয়া ও পাকিস্তানের নেতাদের সঙ্গে বৈঠক করবেন।
হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিট জানিয়েছেন, বৈঠকে ট্রাম্প গাজা থেকে ইসরায়েলি সেনা প্রত্যাহারের সম্ভাবনা, শান্তি রক্ষায় আঞ্চলিক সেনা পাঠানো এবং পুনর্গঠন তহবিল গঠনের প্রস্তাব নিয়ে বিস্তারিত আলোচনা করবেন।
ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট প্রাবোও সুবিয়ান্তো ইতিমধ্যেই গাজায় শান্তিরক্ষী বাহিনী পাঠানোর প্রস্তুতি প্রকাশ করেছেন। সোমবার ফ্রান্স ও সৌদি আরব আয়োজিত এক সম্মেলনে তিনি বলেন, “আমরা শান্তির যাত্রায় অংশ নিতে প্রস্তুত, প্রয়োজনে শান্তিরক্ষী বাহিনীও পাঠাব।”
প্রস্তাবিত পরিকল্পনায় হামাসকে কোনো ভূমিকায় দেখা যাচ্ছে না, বরং যুক্তরাষ্ট্র ও ইসরায়েল তাদের নিরস্ত্রীকরণ ও বিলুপ্তির দাবি পুনর্ব্যক্ত করেছে। যদিও ফিলিস্তিনি কর্তৃপক্ষের (পিএ) আংশিক সম্পৃক্ততার বিষয়টি বিবেচনায় রাখা হয়েছে, যেটি তেল আবিব আগে থেকেই প্রত্যাখ্যান করে আসছে।
প্রায় দুই বছর ধরে চলমান যুদ্ধের ফলে গাজায় এখন পর্যন্ত ৬৫ হাজারের বেশি মানুষ নিহত হয়েছেন বলে জানিয়েছে উপত্যকার স্বাস্থ্য মন্ত্রণালয়। খাদ্যসংকট ও মানবিক বিপর্যয়ে গোটা অঞ্চল ধ্বংসস্তূপে পরিণত হলেও এখনো স্থায়ী যুদ্ধবিরতির কোনো সুস্পষ্ট অগ্রগতি দেখা যাচ্ছে না।