Tuesday, October 14, 2025

‘৩০টি আসন না দেওয়ায় বিএনপির ওপর চাপ সৃষ্টি করছে জামায়াত’—বিএনপি মহাসচিবের বক্তব্যের নিন্দা জামায়াতের


ছবিঃ সংগৃহীত


আসিফ মাহমুদ,স্টাফ রিপোর্টার

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের একটি মন্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার।

মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে অধ্যাপক পরওয়ার বলেন, ‘ভারতীয় গণমাধ্যম “এই সময়”-এ প্রকাশিত সাক্ষাৎকারে মির্জা ফখরুল যে বক্তব্য দিয়েছেন, তা সম্পূর্ণ অসত্য, অমূলক ও প্রতিহিংসাপরায়ণ। একজন প্রবীণ ও অভিজ্ঞ রাজনীতিবিদের কাছ থেকে আমরা এমন বক্তব্য প্রত্যাশা করি না। যদি এই বক্তব্য তার হয়ে থাকে, তাহলে আমরা এর নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।’

তিনি বলেন, ‘জামায়াত যদি ৩০টি আসন চেয়ে থাকে, তাহলে কার কাছে দাবি করা হয়েছে, তার সুনির্দিষ্ট প্রমাণ জাতির সামনে উপস্থাপন করতে হবে। বাংলাদেশের জামায়াতে ইসলামীর বর্তমান সময়ে কারো কাছে আসন চাওয়ার রাজনীতির সঙ্গে দূরতম কোনো সম্পর্ক নেই।’

অধ্যাপক পরওয়ার আরও বলেন, ‘যদি মির্জা ফখরুল তার বক্তব্যের সপক্ষে প্রমাণ দিতে ব্যর্থ হন, তাহলে জনগণের সামনে দুঃখ প্রকাশ করা উচিত। জামায়াতের রাজনীতি দেশ ও জনগণের কল্যাণের জন্য এবং চূড়ান্ত লক্ষ্য মহান আল্লাহর সন্তুষ্টি অর্জন। ভবিষ্যতে এমন বিভ্রান্তিকর ও অসত্য বক্তব্য দেওয়া থেকে বিরত থাকার আহ্বান জানাচ্ছি।’

মির্জা ফখরুলের বক্তব্যের ভাষা নিয়ে ক্ষোভ প্রকাশ করে জামায়াতের সেক্রেটারি জেনারেল বলেন, ‘বাংলাদেশ জামায়াতে ইসলামীর রাজনীতি ও সংগঠনের মর্যাদা সম্পর্কে তিনি যে তাচ্ছিল্যের ভাষায় কথা বলেছেন, তার বিচারের ভার জনগণের আদালতের ওপর ছেড়ে দিলাম।’

উল্লেখ্য, ভারতীয় গণমাধ্যমের দেওয়া সাক্ষাৎকারে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘৩০টি আসন না দেওয়ায় জামায়াত পিআর (প্রোপোর্শনাল রিপ্রেজেন্টেশন) নিয়ে বিএনপির ওপর চাপ সৃষ্টি করছে।’ এ মন্তব্যকে কেন্দ্র করে রাজনৈতিক অঙ্গনে আলোচনা শুরু হয়েছে।


Super Admin

PNN

প্লিজ লগইন পোস্টে মন্তব্য করুন!

আপনিও পছন্দ করতে পারেন