Tuesday, October 14, 2025

মহাখালীতে পেট্রোল পাম্পে বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডে দগ্ধ ৭


ছবিঃ সংগৃহীত


ঢাকা প্রতিনিধি

আসিফ মাহমুদ, স্টাফ রিপোর্টার 

রাজধানীর মহাখালীতে একটি পেট্রোল পাম্পে বিস্ফোরণ থেকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে সাতজন দগ্ধ হয়েছেন। মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) দুপুরে এ দুর্ঘটনা ঘটে। আহতদের উদ্ধার করে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জরুরি বিভাগে ভর্তি করা হয়েছে।

দগ্ধরা হলেন—গুলশান ক্লিন অ্যান্ড কেয়ার প্রতিষ্ঠানের কর্মচারী স্বপন মোল্লা (২৪), কবির (১৮), রুবেল (২৮) ও খাইরুল (২৮)। এছাড়া অন্য একটি প্রতিষ্ঠানের মালিক মাসুদুর রহমান (৪৪) এবং কর্মচারী আলমগীর হোসেন (৪০) ও সজিব (৩১)।

স্থানীয় সূত্র জানায়, দুপুরে মহাখালীর আমতলীতে অবস্থিত গুলশান পেট্রোল পাম্পের তেলের ট্যাংক পরিষ্কার করার সময় হঠাৎ বিস্ফোরণ ঘটে। মুহূর্তেই আগুন ছড়িয়ে পড়ে এবং ট্যাংক পরিষ্কারের কাজ করছিলেন এমন সাতজনের শরীর ঝলসে যায়। খবর পেয়ে স্থানীয়রা দ্রুত তাদের উদ্ধার করে হাসপাতালে পাঠান। তবে আগুন পরে নিয়ন্ত্রণে আসে।

জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জরুরি বিভাগের চিকিৎসকরা জানিয়েছেন, আহতদের অবজারভেশনে রাখা হয়েছে। তাদের শরীরের বিভিন্ন অংশ পুড়ে গেছে। প্রাথমিকভাবে কার কত শতাংশ দগ্ধ হয়েছেন, তা কিছুক্ষণ পর নির্ণয় করা যাবে বলে জানিয়েছেন চিকিৎসকরা।

পুলিশ ও ফায়ার সার্ভিস ঘটনাস্থল পরিদর্শন করেছে। দুর্ঘটনার সঠিক কারণ উদঘাটনে তদন্ত চলছে।


Super Admin

PNN

প্লিজ লগইন পোস্টে মন্তব্য করুন!

আপনিও পছন্দ করতে পারেন