- ১৩ অক্টোবর, ২০২৫
নিজস্ব প্রতিবেদক
আসিফ মাহমুদ | ঢাকা:
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ২৪ দফা রোডম্যাপ ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। বৃহস্পতিবার (২৮ আগস্ট) দুপুরে নির্বাচন ভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ এ কর্মপরিকল্পনা তুলে ধরেন।
তিনি জানান, তিন ধাপে ভোটার তালিকা প্রকাশ করা হবে। আগামী নভেম্বরে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে। প্রতি ভোটকেন্দ্রে বুথভিত্তিক ভোটারের সংখ্যাও নির্ধারণে কাজ চলছে। পরিকল্পনা অনুযায়ী প্রতিটি বুথে সর্বোচ্চ ৬০০ পুরুষ ও ৫০০ নারী ভোটার রাখা হবে।
তফসিল ও সীমানা নির্ধারণ
ভোটের তফসিল সম্পর্কে আখতার আহমেদ বলেন, “নির্বাচনের তফসিল ভোটের কমপক্ষে ৬০ দিন আগে ঘোষণা করা হবে। আইনশৃঙ্খলা সম্পর্কিত সব কাজ তফসিল ঘোষণার ১৫ দিন আগে শেষ করার চেষ্টা থাকবে।”
তিনি আরও জানান, নির্বাচনী এলাকার সীমানা নির্ধারণ নিয়ে শুনানি শেষে তথ্য পর্যালোচনা চলছে। আগামী ১৫ সেপ্টেম্বরের মধ্যে চূড়ান্ত সীমানা প্রকাশ করা সম্ভব হবে বলে আশা করা হচ্ছে। আর ৩০ সেপ্টেম্বর প্রকাশ করা হবে জিআইএস বা ভৌগলিক মানচিত্র।
নিরাপত্তা ও প্রযুক্তি
ভোটকেন্দ্রে সিসি ক্যামেরা ও বডি ক্যামেরা বসানোর বিষয়ে ইসির সিনিয়র সচিব বলেন, এটি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিদ্ধান্তের ওপর নির্ভর করবে। তিনি আরও জানান, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ও অপতথ্য নির্বাচনকে প্রভাবিত করার বড় চ্যালেঞ্জ হিসেবে দেখা দিয়েছে। এ বিষয়ে কমিশন কাজ করছে।
“সবচেয়ে বড় চ্যালেঞ্জ হচ্ছে ভোটারদের জন্য নিশ্চিন্তে ভোট দেওয়ার পরিবেশ নিশ্চিত করা,” বলেন আখতার আহমেদ।
--