- ০৪ ডিসেম্বর, ২০২৫
আকরাম হোসেন আরমান | স্টাফ রিপোর্টার
সাবেক ছাত্রলীগ নেতা এবং একসময়ের বিতর্কিত প্রভাবশালী পুলিশ কর্মকর্তার ঘনিষ্ঠ সহযোগী শামীম হোসেন ডাকসু ভাইস প্রেসিডেন্ট পদে প্রতিদ্বন্দ্বিতার ঘোষণা দিয়েছেন।
যদিও তিনি নিজেকে “স্বাধীন, নির্দলীয়” প্রার্থী হিসেবে পরিচিত করছেন, তার অতীত রাজনৈতিক সম্পৃক্ততা ভিন্ন ইঙ্গিত দেয়। ঐতিহাসিক জুলাই গণআন্দোলনের সময় তার সামাজিক যোগাযোগমাধ্যমের কার্যক্রম বিশ্লেষণ করলে দেখা যায়—আন্দোলনে তিনি উল্লেখযোগ্য কোনো ভূমিকা রাখেননি। সরকারের দমননীতি চলাকালে একটি অস্পষ্ট ও “নিরপেক্ষ” পোস্ট ছাড়া তিনি ছিলেন নীরব।
তার এই হঠাৎ সক্রিয় হওয়া ও সংগঠিত প্রচারণা নতুন প্রশ্ন তুলেছে—তিনি কি সত্যিই ছাত্রদের নিরপেক্ষ কণ্ঠস্বর, নাকি গোপন অর্থায়ন ও স্বার্থান্বেষী মহলের সমর্থনে আওয়ামী লীগের পুরনো চিত্রের নতুন রূপ?