Friday, December 5, 2025

ত্রয়োদশ সংসদ নির্বাচন ও গণভোটের প্রস্তুতিতে এনআইডি সেবা সাময়িক বন্ধ ঘোষণা


ছবিঃ নির্বাচন কমিশন (সংগৃহীত)

স্টাফ রিপোর্ট: PNN

আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও একই সঙ্গে অনুষ্ঠিতব্য গণভোটের প্রস্তুতির অংশ হিসেবে জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) সব ধরনের সেবা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। সোমবার বিকেল ৪টা থেকে এ সিদ্ধান্ত কার্যকর হয়েছে।

জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের পরিচালক (অপারেশন) মো. সাইফুল ইসলাম বলেন, ভোটার তালিকার সিডি প্রস্তুতকরণসহ নির্বাচন–সংশ্লিষ্ট কারিগরি কাজ নির্বিঘ্ন করতে সাময়িকভাবে এনআইডি সেবা বন্ধ রাখা প্রয়োজন হয়েছে। তিনি জানান, নতুন নিবন্ধন, তথ্য সংশোধন, হারানো এনআইডি পুনর্মুদ্রণ, অনলাইন যাচাইসহ সব সেবা এ সময়ে বন্ধ থাকবে।

ইসি সূত্র জানায়, আগামী ফেব্রুয়ারির প্রথমার্ধে জাতীয় নির্বাচন ও গণভোটের যৌথ আয়োজনকে কেন্দ্র করে বিভিন্ন ধাপের প্রস্তুতি ইতোমধ্যে শুরু হয়েছে। সঠিক তথ্যভান্ডার নিশ্চিত করতে এনআইডি তথ্য আপডেট ও তালিকা প্রস্তুতের কাজকে অগ্রাধিকার দেওয়া হয়েছে।

তবে কবে নাগাদ এনআইডি সেবা পুনরায় চালু হবে—সে বিষয়ে এখনও কোনো সিদ্ধান্ত জানায়নি কমিশন। পরিস্থিতি বিবেচনায় পরবর্তী ঘোষণা দেওয়া হবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট দপ্তর।

Super Admin

PNN

প্লিজ লগইন পোস্টে মন্তব্য করুন!

আপনিও পছন্দ করতে পারেন