Friday, December 5, 2025

নতুন শুল্ক ও এনইআইআর সিস্টেমের প্রতিবাদে খুলনায় মোবাইল ব্যবসায়ীদের মানববন্ধন


ছবিঃ খুলনায় মোবাইল ব্যবসায়ীদের মানববন্ধন (সংগৃহীত)

PNN নিউজ ডেস্ক। খুলনা

খুলনার শিববাড়ি মোড়ে মোবাইল ব্যবসায়ীরা মানববন্ধন করেছেন। সোমবার সকালে মহানগর মোবাইল ফোন ও অ্যাক্সেসরিজ ব্যবসায়ী মালিক সমিতির নেতৃবৃন্দ এই কর্মসূচিতে অংশ নেন। মানববন্ধনের নেতৃত্ব দেন সমিতির সভাপতি কায়েসুল আজাদ শাকিল ও সাধারণ সম্পাদক কামরুল ইসলাম পল্টু।

মানববন্ধনে বক্তব্য রাখেন আমিনুল ইসলাম রনি, খোরশেদ আলম, মাকসুদ রানা মুরাদ, মো. নুর ইসলাম সরদার, আজিজুল আমিন, ইমরান হাসান, মো. বেলাল হোসেন, নিহাল আহম্মদ হিরা, মোস্তফা কামাল, শাহনাজ আলী জনি প্রমুখ।

বিক্রেতারা দেশেও মোবাইল হ্যান্ডসেট আমদানিতে ৫৭ শতাংশ শুল্ক আরোপ এবং ১৬ ডিসেম্বর থেকে ন্যাশনাল ইক্যুইপমেন্ট আইডেন্টিটি রেজিস্টার (এনইআইআর) সিস্টেম চালুর উদ্যোগকে ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায়ী এবং সাধারণ ব্যবহারকারীদের জন্য ‘বিপর্যয় ডেকে আনা সিদ্ধান্ত’ হিসেবে আখ্যায়িত করেন।

তাদের দাবি, এই নীতি কার্যকর হলে দেশের কোটি মানুষ প্রযুক্তিগতভাবে পিছিয়ে পড়বে, মোবাইলের দাম লাগামহীনভাবে বৃদ্ধি পাবে এবং পুরো মোবাইল খাত ধ্বংসের মুখে পড়বে। মানববন্ধনে তারা আরও উল্লেখ করেন, দেশের ৬০-৭০ শতাংশ ব্যবসায়ীকে বাদ দিয়ে মাত্র ৩০ শতাংশ প্রভাবশালী ব্যবসায়ী একটি সিন্ডিকেট তৈরি করতে চাইছে।


Super Admin

PNN

প্লিজ লগইন পোস্টে মন্তব্য করুন!

আপনিও পছন্দ করতে পারেন