Tuesday, October 14, 2025

টঙ্গীতে লেজার কাটিং মেশিন থেকে আগুনে কাপড়ের কারখানা পুড়ে ছাই


ছবিঃ টঙ্গীতে আগুন নিভাতে ফায়ার সার্ভিস নিয়োজিত (সংগৃহীত)

PNN নিউজ ডেস্ক | ঢাকা:

গাজীপুরের টঙ্গীতে সোমবার (৬ অক্টোবর) সকাল ১০টার দিকে মনোরঞ্জনের “সত্যরঞ্জন এন্ড রনি কাটিং সেন্টার” নামক একটি কাপড়ের কারখানায় আগুন লেগে কারখানা পুড়ে গেছে।

নিহত বা আহত হওয়ার খবর পাওয়া যায়নি। স্থানীয়রা জানান, হঠাৎ দাউদাউ করে আগুন জ্বলে ওঠার পর ফায়ার সার্ভিসে খবর দেওয়া হয়। খবর পেয়ে টঙ্গী ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

ফায়ার সার্ভিসের জ্যেষ্ঠ কর্মকর্তা মো. শাহিন আলম বলেন, “লেজার কাটিং মেশিন থেকে আগুনের সূত্রপাত হওয়া প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। কারখানায় রাখা রোল কাপড়, কাটিং কাপড়, আসবাবপত্র ও মেশিনপত্র পুড়ে গেছে। ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্ত সাপেক্ষে বলা যাবে।”

Super Admin

PNN

প্লিজ লগইন পোস্টে মন্তব্য করুন!

আপনিও পছন্দ করতে পারেন