Tuesday, October 14, 2025

কুড়িগ্রামের দুধকুমার নদে ভেসে আসা গাছের গুড়ি ধরতে গিয়ে ব্যক্তি নিখোঁজ


ছবিঃ দুধকুমার নদে ভেসে আসা গাছের গুড়ি ধরতে গিয়ে ব্যক্তি নিখোঁজ (সংগৃহীত)

PNN নিউজ ডেস্ক | কুড়িগ্রাম:

কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলায় দুধকুমার নদে ভেসে আসা গাছের গুড়ি ধরতে গিয়ে মনসুর আলী নামে এক ব্যক্তি ডুবে নিখোঁজ হয়েছেন। ঘটনাটি ঘটেছে সোমবার (৬ অক্টোবর) সকালে বেরুবাড়ী ইউনিয়নের খেলার ভিটা এলাকায়।

নিখোঁজ মনসুর আলী (৪৫) বেবরবাড়ী ইউনিয়নের ৮নং ওয়ার্ডের খামার নকুলা এলাকার বাসিন্দা। তিনি ধান ব্যবসায়ী ছিলেন।

ইউনিয়ন সাবেক চেয়ারম্যান মমিনুর রহমান জানান, উজান থেকে ভেসে আসা গাছের গুড়ি ও কাঠ ধরতে নদে নামেন মনসুর আলী। স্রোতের তীব্র গতিতে তিনি ডুবে যান। স্থানীয়রা তাকে উদ্ধার করতে চেষ্টা করলেও সন্ধান না পেয়ে ফায়ার সার্ভিসকে খবর দেন।

নাগেশ্বরী থানার ওসি রেজাউল করিম বলেন, খবর পেয়ে ফায়ার সার্ভিসের ডুবুরি দল উদ্ধার কাজ শুরু করেছে। ঘটনাস্থলে উদ্ধার কার্যক্রম এখনো চলমান।

Super Admin

PNN

প্লিজ লগইন পোস্টে মন্তব্য করুন!

আপনিও পছন্দ করতে পারেন