- ১৩ অক্টোবর, ২০২৫
বিএনপির দায়ের করা একটি চাঞ্চল্যকর মামলায় তিন সাবেক প্রধান নির্বাচন কমিশনারসহ (সিইসি) সংশ্লিষ্ট সময়ের নির্বাচন কমিশনারদের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ, প্রতারণা ও অর্থ আত্মসাতের মতো গুরুতর অভিযোগ যুক্ত করা হয়েছে। এই মামলার প্রধান আসামিদের মধ্যে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং সাবেক তিন সিইসি কাজী রকিবউদ্দীন আহমদ, এ কে এম নূরুল হুদা ও কাজী হাবিবুল আউয়ালও রয়েছেন।
গতকাল বুধবার (২৫ জুন) মামলার তদন্ত কর্মকর্তা এসআই শামসুজ্জোহা সরকার আদালতে নতুন এই ধারাগুলো যুক্ত করার আবেদন করেন এবং মহানগর হাকিম তা মঞ্জুর করেন। এই মামলায় সাবেক আইজিপি ও কয়েকজন শীর্ষ পুলিশ কর্মকর্তাকেও অভিযুক্ত করা হয়েছে।
বিএনপির অভিযোগ, ২০১৪, ২০১৮ এবং ২০২৪ সালের নির্বাচনগুলো ভয়ভীতি, গুম ও গণগ্রেপ্তারের মাধ্যমে 'ভোটবিহীন' নির্বাচন আয়োজন করে সংবিধান লঙ্ঘন করা হয়েছে। ইতোমধ্যে সাবেক সিইসি নূরুল হুদা ও হাবিবুল আউয়ালকে গ্রেপ্তার করা হয়েছে।
এর আগে হাইকোর্ট পঞ্চদশ সংশোধনী আংশিকভাবে বাতিল করে তত্ত্বাবধায়ক সরকার ফিরিয়ে আনার পথ দেখিয়েছিল। একই সাথে আদালত এই তিন নির্বাচনের নিরপেক্ষতা নিয়েও প্রশ্ন তোলে। এরই ধারাবাহিকতায়, সরকারের প্রধানের দপ্তর থেকে নির্বাচন সংশ্লিষ্টদের ভূমিকা তদন্তে একটি কমিটি গঠনের নির্দেশ দেওয়া হয়েছিল।
সাবেক সিইসি কাজী রকিবউদ্দীন আহমদ, এ কে এম নূরুল হুদা ও কাজী হাবিবুল আউয়াল (ফাইল ছবিঃ আমার দেশ)