Tuesday, October 14, 2025

মানিকগঞ্জে স্পিডবোট ডুবি: ১৮ যাত্রীর জীবন বাঁচালো লাইফ জ্যাকেট ও ইঞ্জিনচালিত নৌকা


মানিকগঞ্জের আরিচা-কাজিরহাট নৌপথে গতকাল বুধবার (২৫ জুন) বিকেলে ১৮ জন যাত্রী নিয়ে একটি স্পিডবোট ডুবে যায়। তবে যাত্রীদের গায়ে লাইফ জ্যাকেট থাকায় তারা নদীতে ভাসতে সক্ষম হন এবং পাশ দিয়ে যাওয়া একটি ইঞ্জিনচালিত নৌকা দ্রুত তাদের উদ্ধার করে। এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

শিবালয় থানার এএসআই আবুল কালাম জানান, গতকাল বিকেল সাড়ে তিনটার দিকে আরিচা ঘাট থেকে একটি স্পিডবোট ১৮ জন যাত্রী নিয়ে পাবনার কাজিরহাটের উদ্দেশে রওনা হয়। মাঝনদীতে পৌঁছালে প্রবল স্রোতের কারণে স্পিডবোটটির তলা ফেটে যায়। মুহূর্তেই স্পিডবোটে পানি উঠতে শুরু করলে যাত্রীরা আতঙ্কিত হয়ে চিৎকার শুরু করেন। একপর্যায়ে স্পিডবোটটি কাত হয়ে উল্টে যায় এবং ১৮ জন যাত্রীই নদীতে ছিটকে পড়েন।

তবে, যাত্রীদের প্রত্যেকের গায়ে লাইফ জ্যাকেট থাকায় তারা দুর্ঘটনার পরও নদীতে ভেসে ছিলেন। ঠিক সেই মুহূর্তে পাশ দিয়ে যাচ্ছিল একটি ইঞ্জিনচালিত নৌকা। নৌকার মাঝি দ্রুত এগিয়ে এসে ডুবে যাওয়া স্পিডবোটের সব যাত্রীকে অক্ষত অবস্থায় উদ্ধার করেন। পরবর্তীতে, তাদের কাজিরহাট নৌ পুলিশের মাধ্যমে পার্শ্ববর্তী চর থেকে নিজ নিজ গন্তব্যে পাঠানো হয়েছে। এই ঘটনা আবারও নৌপথে যাত্রীদের জন্য লাইফ জ্যাকেটের গুরুত্ব প্রমাণ করলো।



মানিকগঞ্জের আরিচা-কাজিরহাট নৌ-রুটে যমুনা নদীতে ডুবে যাওয়া একটি স্পিডবোটের ১৮ যাত্রীকে বুধবার বিকেলে জীবিত উদ্ধার করা হয়েছে। (ছবি: আজকের পত্রিকা)

Super Admin

PNN

প্লিজ লগইন পোস্টে মন্তব্য করুন!

আপনিও পছন্দ করতে পারেন