Tuesday, October 14, 2025

তিন দলের ইগো সমস্যাই জাতীয় ঐক্যের অন্তরায়: এবি পার্টি চেয়ারম্যান মজিবুর রহমান


ছবিঃ জাতীয় ঐকমত্য কমিশনের আলোচনায় অংশ নেওয়ার পর সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন আমার বাংলাদেশ (এবি) পার্টির নেতারা। (সংগৃহীত)

স্টাফ রিপোর্টার | PNN:

জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের পদ্ধতি নিয়ে বিএনপি, জামায়াতে ইসলামী ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ভিন্ন অবস্থানের কারণে রাজনৈতিক এক ধরনের সংকট তৈরি হয়েছে। এ বিষয়ে জাতীয় ঐকমত্য কমিশনের শেষ পর্যায়ের আলোচনায় অংশ নিয়ে এ বি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু বুধবার বলেন, ‘সরকার যে তিন দলকে নিজেদের অংশ মনে করে এবং সঙ্গে নিয়ে নিউইয়র্ক সফরে গেছে, তাদের ইগো সমস্যাই এখন জাতীয় ঐক্যের অন্তরায়।’

মজিবুর রহমান বলেন, দেশের মানুষ শান্তি ও ঐক্যের দিকে চায়, কিন্তু সীমান্তের ওপারের ইচ্ছা বিভাজন ও সংঘাতের দিকে নির্দেশ করছে। তিনি আরও বলেন, গণভোট আয়োজনের বিষয়ে ঐকমত থাকলেও জাতীয় নির্বাচনের আগে হবে নাকি একই দিনে দুটি নির্বাচন হবে, তা স্পষ্ট নয়। তিনি সরকারের এবং ঐকমত্য কমিশনের উচিত দুই পক্ষের কথা শুনে গণভোটের সময়সূচি ঘোষণা করা।

এবিসি পার্টির যুগ্ম সাধারণ সম্পাদক সানী আবদুল হক বলেন, জুলাই সনদের প্রতিটি বিষয়ে সব রাজনৈতিক দলের মধ্যে পূর্ণ ঐকমত্য নেই। তাই গণভোটের রায়ের মাধ্যমে ভিন্নমত (নোট অব ডিসেন্ট) সমাধান হবে। গণভোট পাস হলে জনমতের মাধ্যমে জুলাই সনদের পরিপূর্ণ বাস্তবায়ন নিশ্চিত হবে।

জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রীয়াজের সভাপতিত্বে এবং প্রধান উপদেষ্টা মনির হায়দারের সঞ্চালনায় রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে এই বৈঠক অনুষ্ঠিত হয়। এবি পার্টির পক্ষ থেকে ভাইস চেয়ারম্যান লে. কর্নেল (অব.) দিদারুল আলম ও লে. কর্নেল (অব.) হেলাল উদ্দিনও উপস্থিত ছিলেন।

Super Admin

PNN

প্লিজ লগইন পোস্টে মন্তব্য করুন!

আপনিও পছন্দ করতে পারেন