- ১৩ অক্টোবর, ২০২৫
PNN নিউজ ডেস্ক | ঢাকা:
জুলাই সনদ বাস্তবায়নের জন্য গণভোটের সময় ও পদ্ধতি নির্ধারণ নিয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে মতবৈষম্য দেখা দিয়েছে। বিএনপি জাতীয় নির্বাচনের দিন একই সঙ্গে গণভোটের পক্ষে থাকলেও, জামায়াতে ইসলামী ও জাতীয় নাগরিক পার্টি জাতীয় নির্বাচনের আগে গণভোট চায়।
জাতীয় ঐকমত্য কমিশন বুধবার ফরেন সার্ভিস একাডেমিতে শেষ দিনের আলোচনা শেষ করেছে। পাঁচ দিন চলা আলোচনায় বিশেষজ্ঞদের পরামর্শ ও রাজনৈতিক দলের মতামত সমন্বয় করে আগামী দুই–তিন দিনের মধ্যে সরকারের কাছে কমিশন জুলাই সনদ বাস্তবায়নের সুপারিশ দেবে।
কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রীয়াজ জানান, সুপারিশে গণভোট আয়োজন, প্রশ্নপত্র নির্ধারণ, ভিন্নমতের বিবরণ ও সংবিধান সংশোধনের জন্য সংসদের গাঠনিক ক্ষমতা প্রদানের বিষয় অন্তর্ভুক্ত থাকবে।
বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেন, জাতীয় নির্বাচনের আগে গণভোট আয়োজন মহাযজ্ঞের মতো কঠিন ও ব্যয়বহুল। এ কারণে তারা জাতীয় নির্বাচনের সঙ্গে একই দিনে গণভোটের পক্ষে। অন্যদিকে জামায়াতে ইসলামী নভেম্বরের প্রথম বা মধ্যভাগে গণভোট চায়।
জাতীয় ঐকমত্য কমিশন জানায়, গণভোটের মাধ্যমে জনগণ স্বচ্ছভাবে তার মত প্রকাশ করবে এবং আগামী সংসদ এই সিদ্ধান্ত বাস্তবায়ন করবে। কমিশন আশা করছে, ১৫ থেকে ১৭ অক্টোবরের মধ্যে জুলাই সনদে স্বাক্ষর সম্পন্ন হবে।