Tuesday, October 14, 2025

তিন দফা দাবিতে প্রাথমিক সহকারী শিক্ষক ঐক্য পরিষদের মহাসমাবেশ শুরু


ছবিঃ কেন্দ্রীয় শহীদ মিনারে প্রাথমিক শিক্ষকদের মহাসমাবেশের (সংগৃহীত)

তিন দফা দাবিতে প্রাথমিক সহকারী শিক্ষক সংগঠন ঐক্য পরিষদের মহাসমাবেশ শনিবার (৩০ আগস্ট) সকাল সাড়ে ১০টায় ঢাকার কেন্দ্রীয় শহীদ মিনারে শুরু হয়েছে। জাতীয় সঙ্গীত পরিবেশনের মাধ্যমে সমাবেশের আনুষ্ঠানিকতা শুরু হয়। দেশের বিভিন্ন জেলা ও উপজেলা থেকে শিক্ষকরা ভোর থেকেই ঢাকায় এসে সমাবেশস্থলে জড়ো হন।

শিক্ষকদের প্রধান তিন দফা দাবি হলো:

১. প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের প্রবেশ পদে ১১তম গ্রেডে বেতন নির্ধারণ।
২. প্রধান শিক্ষকের শূন্য পদগুলো শতভাগ পদোন্নতির মাধ্যমে পূরণ।
৩. ১০ ও ১৬ বছরের উচ্চতর গ্রেড প্রদানে উন্নীত স্কেলকে উচ্চতর গ্রেড হিসেবে গণ্য না করা।

ঐক্য পরিষদের আহ্বায়ক মোহাম্মদ শামছুদ্দীন মাসুদ জানান, “আজকের মধ্যে সরকার থেকে স্পষ্ট প্রতিশ্রুতি না পেলে আমরা কঠোর কর্মসূচি ঘোষণা করতে বাধ্য হব।”

মহাসমাবেশে বিএনপি, জামায়াত, এনসিপি, গণসংহতি আন্দোলন, গণঅধিকার পরিষদসহ বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধি অংশ নিচ্ছেন। উপস্থিত রাজনৈতিক নেতাদের মধ্যে আছেন বিএনপির সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ সেলিম ভুঁইয়া, জামায়াতের এ বি এম ফজলুল করিম, নাগরিক ঐক্যের মাহমুদুর রহমান মান্না, গণসংহতি আন্দোলনের জোনায়েদ সাকী এবং এনসিপির আব্দুল হান্নান মাসউদ।

উল্লেখ্য, চলতি বছরের মে মাসে শিক্ষকেরা এক ঘণ্টার কর্মবিরতি শুরু করেন। পরে তা ধাপে ধাপে বৃদ্ধি পায় এবং ২৬ মে থেকে অনির্দিষ্টকালের কর্মবিরতিতে যান। সরকারের আশ্বাসের পর কিছুদিনের মধ্যে তারা ক্লাসে ফিরে আসলেও, দাবির বাস্তবায়ন না হওয়ায় আবারও শিক্ষকরা মাঠে নেমেছেন।

Super Admin

PNN

প্লিজ লগইন পোস্টে মন্তব্য করুন!

আপনিও পছন্দ করতে পারেন