- ১৯ জানুয়ারি, ২০২৬
PNN নিউজ ডেস্ক। ঢাকা
পোস্টাল ব্যালটে পক্ষপাতের অভিযোগসহ তিনটি দাবিতে টানা দ্বিতীয় দিনের মতো নির্বাচন কমিশনের (ইসি) প্রধান কার্যালয় ঘেরাও কর্মসূচি পালন করছেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের নেতা কর্মীরা। দাবি পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন সংগঠনটির নেতারা।
সোমবার (আজ) বেলা সাড়ে ১১টার দিকে পূর্বঘোষণা অনুযায়ী রাজধানীর আগারগাঁওয়ে ইসির প্রধান কার্যালয়ের সামনে জড়ো হন ছাত্রদলের বিভিন্ন ইউনিটের নেতা কর্মীরা। কর্মসূচিতে কেন্দ্রীয় সভাপতি ও সাধারণ সম্পাদকসহ দেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান থেকে আসা কয়েক হাজার নেতা কর্মী অংশ নেন।
এর আগে রোববার সকাল ১১টা থেকে রাত প্রায় ৮টা পর্যন্ত একই কর্মসূচি পালন করে ছাত্রদল। কর্মসূচি শেষে রাতে ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম ঘোষণা দেন, দাবি আদায় না হলে সোমবারও ইসি ঘেরাও করা হবে।
ছাত্রদলের অভিযোগের মধ্যে রয়েছে পোস্টাল ব্যালট সংক্রান্ত সিদ্ধান্তে নির্বাচন কমিশনের নিরপেক্ষতা নিয়ে গুরুতর প্রশ্ন সৃষ্টি হয়েছে। তাদের দাবি, একটি বিশেষ রাজনৈতিক গোষ্ঠীর চাপের মুখে কমিশন দায়িত্বশীল ও যুক্তিসংগত সিদ্ধান্ত না নিয়ে হঠকারী পদক্ষেপ নিচ্ছে, যা কমিশনের স্বাধীনতা ও পেশাদারিত্বকে ক্ষুণ্ন করছে। পাশাপাশি শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ নির্বাচন নিয়ে জারি করা সাম্প্রতিক প্রজ্ঞাপনকে নজিরবিহীন ও বিতর্কিত বলেও অভিযোগ করেছে সংগঠনটি।
সোমবার সরেজমিনে দেখা যায়, ইসির প্রধান ফটকের সামনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ব্যারিকেড বসিয়ে নিরাপত্তা জোরদার করেছে। ব্যারিকেডের সামনে সড়ক অবরোধ করে অবস্থান নেন ছাত্রদলের নেতা কর্মীরা। এ সময় তারা বিভিন্ন স্লোগান দেন এবং নেতারা সংক্ষিপ্ত বক্তব্য রাখেন।
কর্মসূচি চলাকালে আইনশৃঙ্খলা বাহিনীকে সতর্ক অবস্থানে থাকতে দেখা গেছে। এখন পর্যন্ত কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।
ছাত্রদল নেতারা জানান, রোববার বিকেলে তাদের পাঁচ সদস্যের একটি প্রতিনিধিদল নির্বাচন কমিশনের সঙ্গে বৈঠক করে তিনটি দাবির বিষয়ে অবস্থান তুলে ধরেছিল। কমিশনের পক্ষ থেকে আশ্বাস দেওয়া হলেও দৃশ্যমান কোনো অগ্রগতি না থাকায় তারা দ্বিতীয় দিনের মতো কর্মসূচিতে নেমেছেন।
সংগঠনটির নেতারা বলছেন, নির্বাচন ব্যবস্থায় স্বচ্ছতা ও গণতান্ত্রিক চর্চা নিশ্চিত করতে তাদের এই আন্দোলন অব্যাহত থাকবে।