Monday, January 19, 2026

করাচিতে বহুতল মার্কেটে ভয়াবহ আগুন, নিহত ৬, নিখোঁজ বহু


ছবিঃ ২০২৬ সালের ১৯ জানুয়ারি পাকিস্তানের করাচিতে একটি বহুতল শপিং প্লাজায় ভয়াবহ অগ্নিকাণ্ডের পর পুড়ে যাওয়া ভবনের ধ্বংসস্তূপে ভারী যন্ত্রপাতি ব্যবহার করে তল্লাশি চালাচ্ছেন উদ্ধারকর্মী ও দমকল বাহিনীর সদস্যরা। (সংগৃহীত । সিএনএন । আলি রাজা/এপি)

আন্তর্জাতিক ডেস্ক। PNN 

পাকিস্তানের দক্ষিণাঞ্চলীয় বন্দরনগরী করাচিতে একটি বহুতল শপিং প্লাজায় ভয়াবহ অগ্নিকাণ্ডের প্রায় ২৪ ঘণ্টা পর আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছে ফায়ার সার্ভিস। এ ঘটনায় এক দমকলকর্মীসহ অন্তত ছয়জনের মৃত্যু হয়েছে এবং এখনো বহু মানুষ নিখোঁজ রয়েছেন বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।

শনিবার গভীর রাতে করাচির গুল প্লাজায় আগুনের সূত্রপাত হয়। শহরের প্রধান উদ্ধার কর্মকর্তা ডা. আবিদ জলাল শেখ জানান, প্রসেসাধনী, পোশাক ও প্লাস্টিক পণ্যে ভরা দোকান থাকায় আগুন দ্রুত পুরো ভবনে ছড়িয়ে পড়ে।

সিন্ধু প্রদেশের মুখ্যমন্ত্রী মুরাদ আলী শাহ জানান, আগুন সম্পূর্ণভাবে নেভানোর পর এখন ধ্বংসস্তূপে নিখোঁজদের সন্ধানে উদ্ধার অভিযান চলছে। এর আগে কর্তৃপক্ষ জানিয়েছিল, আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনতে আরও কয়েক ঘণ্টা সময় লাগতে পারে।

উদ্ধার কর্মকর্তাদের তথ্য অনুযায়ী, চারতলা ভবন ও এর বেজমেন্ট থেকে এখন পর্যন্ত পাঁচজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। ভবনটিতে প্রায় ১ হাজার ২০০টি দোকান ছিল। এছাড়া ওপরের তলায় আগুন নেভাতে গিয়ে একজন দমকলকর্মীর মৃত্যু হয় বলে নিশ্চিত করা হয়েছে।

ঘটনার পর থেকে নিখোঁজ স্বজনদের খোঁজে ভবনের সামনে ভিড় করছেন উদ্বিগ্ন পরিবারের সদস্যরা। টেলিভিশনের ফুটেজে দেখা যায়, ভারী ধোঁয়ার মধ্যে সুরক্ষা পোশাক পরা দমকলকর্মীরা আগুন নেভানোর চেষ্টা করছেন। অগ্নিকাণ্ডের সময় ভবনের কিছু অংশ ধসে পড়ে, যা উদ্ধার কাজকে আরও ঝুঁকিপূর্ণ করে তোলে।

আগুনের কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি। কর্তৃপক্ষ জানিয়েছে, পরিস্থিতি স্বাভাবিক হলে ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত শুরু করা হবে।

পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ এ ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন এবং প্রাণহানি এড়াতে সব ধরনের প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছেন।

উল্লেখ্য, করাচিতে অতীতেও একাধিক প্রাণঘাতী অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। দুর্বল নিরাপত্তা ব্যবস্থা ও অবৈধ নির্মাণকে এসব দুর্ঘটনার প্রধান কারণ হিসেবে দেখা হয়। সর্বশেষ ২০২৩ সালের নভেম্বরে শহরের একটি শপিং মলে আগুনে ১০ জন নিহত ও ২২ জন আহত হয়েছিলেন।

Super Admin

PNN

প্লিজ লগইন পোস্টে মন্তব্য করুন!

আপনিও পছন্দ করতে পারেন