Monday, January 19, 2026

স্পেনে ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় নিহত অন্তত ৩৯


ছবিঃ ২০২৬ সালের ১৯ জানুয়ারি স্পেনের কর্ডোবা প্রদেশের আদামুজ এলাকায় দুটি উচ্চগতির ট্রেনের ভয়াবহ লাইনচ্যুত দুর্ঘটনার স্থলে একটি দুর্ঘটনাগ্রস্ত ট্রেনের পাশে কাজ করছেন স্প্যানিশ সিভিল গার্ডের সদস্যরা ও অন্যান্য জরুরি উদ্ধারকর্মীরা। (সংগৃহীত । বিবিসি নিউজ । সুসানা ভেরা/রয়টার্স)

আন্তর্জাতিক ডেস্ক। PNN 

স্পেনে একটি উচ্চগতির ট্রেন লাইনচ্যুত হয়ে বিপরীত দিক থেকে আসা আরেকটি ট্রেনের সঙ্গে সংঘর্ষে অন্তত ৩৯ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ৭৩ জন, যাদের মধ্যে ২৪ জনের অবস্থা গুরুতর। দেশটিতে এক দশকেরও বেশি সময়ের মধ্যে এটি অন্যতম ভয়াবহ রেল দুর্ঘটনা বলে কর্তৃপক্ষ জানিয়েছে।

রোববার সন্ধ্যার পর আন্দালুসিয়া অঞ্চলের আদামুজ এলাকার কাছে দুর্ঘটনাটি ঘটে। মালাগা থেকে মাদ্রিদগামী ‘ইরিও’ পরিচালিত একটি উচ্চগতির ট্রেনে ৩৭১ জন যাত্রী ছিলেন। যাত্রাপথে ট্রেনটির পেছনের তিনটি বগি লাইনচ্যুত হয়ে বিপরীত দিক থেকে আসা আরেকটি উচ্চগতির ট্রেনের সামনের অংশের সঙ্গে সজোরে ধাক্কা খায়। সংঘর্ষের ফলে দুটি ট্রেনই উল্টে যায় এবং একটি ট্রেনের কয়েকটি বগি পাশের খাদে পড়ে যায়।

সোমবার সকালে উদ্ধারকাজ চলাকালে নিহতের সংখ্যা বেড়ে ৩৯ জনে পৌঁছেছে বলে জানিয়েছে স্পেনের সংবাদ সংস্থাগুলো। আহতদের স্থানীয় বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। দুর্ঘটনার পর যাত্রীদের অনেককে জানালা ভেঙে বা ট্রেনের ছাদ দিয়ে বেরিয়ে আসতে দেখা যায়।

সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, মাদ্রিদ থেকে হুয়েলভাগামী আলভিয়া সার্ভিসের ট্রেনচালকও নিহতদের মধ্যে রয়েছেন। দুর্ঘটনার পরপরই ট্রেনের ভেতরে আটকে পড়া যাত্রীদের উদ্ধারে দমকল বাহিনী, পুলিশ ও সামরিক জরুরি ইউনিট যৌথভাবে কাজ শুরু করে। রাতের অন্ধকারে বেঁকে যাওয়া ধাতব বগির ভেতর থেকে মানুষ বের করা ছিল অত্যন্ত জটিল বলে জানান উদ্ধারকর্মীরা।

এই দুর্ঘটনায় স্পেনজুড়ে শোকের ছায়া নেমে এসেছে। দেশটির প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ একে “জাতির জন্য গভীর বেদনার রাত” বলে মন্তব্য করেছেন। ইউরোপের বিভিন্ন দেশের নেতারাও শোক ও সমবেদনা জানিয়েছেন।

স্পেনের পরিবহনমন্ত্রী অস্কার পুয়েন্তে জানিয়েছেন, দুর্ঘটনার কারণ এখনো নিশ্চিত নয়। তিনি বলেন, ঘটনাটি একটি সোজা রেলপথে ঘটেছে, যা সম্প্রতি সংস্কার করা হয়েছিল। তাই বিষয়টি রেল বিশেষজ্ঞদের কাছেও রহস্যজনক বলে মনে হচ্ছে।

আন্দালুসিয়ার আঞ্চলিক সরকারের প্রধান জানান, ক্ষতিগ্রস্ত বগিগুলোর অবস্থা অত্যন্ত ভয়াবহ হওয়ায় মৃতদেহ উদ্ধার ও শনাক্তকরণে সময় লাগছে। নিহতদের পরিচয় নিশ্চিত করতে ফরেনসিক চিকিৎসকদের একটি দল কাজ করছে।

দুর্ঘটনার পর মাদ্রিদ ও আন্দালুসিয়ার মধ্যে উচ্চগতির রেল যোগাযোগ সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। কিছু রুটের ট্রেন যাত্রা বাতিল বা ঘুরিয়ে দেওয়া হয়েছে। তবে অন্যান্য কয়েকটি বাণিজ্যিক রেলপথে সীমিত পরিসরে চলাচল স্বাভাবিক রয়েছে।

এদিকে স্পেনের রাজা ও রানিও এক বিবৃতিতে নিহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করেছেন। সংশ্লিষ্ট রেল কোম্পানিগুলো দুর্ঘটনার জন্য দুঃখ প্রকাশ করে জানিয়েছে, যাত্রী ও তাদের স্বজনদের সহায়তায় জরুরি ব্যবস্থা নেওয়া হয়েছে।

Super Admin

PNN

প্লিজ লগইন পোস্টে মন্তব্য করুন!

আপনিও পছন্দ করতে পারেন