- ১৩ অক্টোবর, ২০২৫
PNN নিউজ ডেস্ক | ঢাকা:
কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচনে টিএসসির ভোট কেন্দ্রে ক্রস চিহ্ন দেওয়া একটি ব্যালট পেপার পাওয়ার অভিযোগ তুলেছেন স্বতন্ত্র শিক্ষার্থী রুপাইয়া শ্রেষ্ঠা তঞ্চঙ্গ্যা।
রুপাইয়ার অভিযোগ, তাঁর বান্ধবী ভোট দিতে গিয়ে একটি ব্যালট পেয়েছিলেন, যেখানে ছাত্রদল সমর্থিত প্যানেলের সহ সভাপতি প্রার্থী আবু সাদিক কায়েম ও সাধারণ সম্পাদক প্রার্থী এস এম ফরহাদের নামের পাশে আগে থেকেই ক্রস চিহ্ন দেওয়া ছিল। অভিযোগের পর পোলিং কর্মকর্তারা ব্যালটটি বদলে দেন।
টিএসসির পোলিং কর্মকর্তা রুমানা পারভীন এ বিষয়ে জানান, সব ব্যালট পরীক্ষা করা হয়েছে এবং কোনো ব্যালটে দাগ পাওয়া যায়নি। তিনি বলেন, এটি ওই শিক্ষার্থীর ভুলও হতে পারে।
ছাত্রদল সমর্থিত প্রার্থী আবু সাদিক কায়েম অভিযোগকে নির্বাচন বানচালের প্রচেষ্টা হিসেবে উল্লেখ করে বলেন, যেসব কর্মকর্তা এ ধরনের কাজে জড়িত, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া উচিত।
টিএসসির দায়িত্বে থাকা রিটার্নিং কর্মকর্তা অধ্যাপক নাসরিন সুলতানা বলেন, প্রতিটি কেন্দ্র সিসি ক্যামেরায় পর্যবেক্ষণ করা হচ্ছে। অভিযোগ পাওয়া মাত্র ক্যামেরার ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে এবং যাচাই-বাছাই শেষে বিস্তারিত তথ্য জানানো হবে।