Friday, December 5, 2025

ডাকসু নির্বাচনে স্বচ্ছতার ঘাটতি নেই, ভোট গ্রহণ চলছে নির্বিঘ্নে: ঢাবি উপাচার্য


ছবিঃ ডাকসু নির্বাচনের ভোটের কেন্দ্র (সংগৃহীত)

PNN নিউজ ডেস্ক | ঢাকা:

ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক নিয়াজ আহমেদ খান দাবি করেছেন, বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রগুলোতে ডাকসু নির্বাচনে কোনো স্বচ্ছতার ঘাটতি নেই। বেলা তিনটার দিকে তিনটি ভোটকেন্দ্র পরিদর্শনকালে তিনি সাংবাদিকদের বলেন, “ইতিমধ্যে বিভিন্ন কেন্দ্রে ৭০ শতাংশের বেশি ভোট নেওয়া হয়েছে। চারটার পরও লাইনে থাকা শিক্ষার্থীদের ভোট গ্রহণ করা হবে।”

উপাচার্য জানান, কার্জন হলে একটি ছোট ত্রুটি ঘটেছিল, যেখানে এক ভোটারকে দুটি ব্যালট দেওয়া হয়েছিল। তৎক্ষণাৎ পোলিং অফিসার প্রত্যাহার করা হয়েছে এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এছাড়া টিএসসির কেন্দ্রে ‘ক্রস চিহ্ন’ দেওয়া একটি ব্যালট দেওয়ার অভিযোগও সরাসরি সমাধান করা হয়েছে।

তিনি আরও বলেন, “আমরা আশা করছি নির্বাচনের ফলাফল সবাই মেনে নেবেন এবং স্বীকার করবেন যে কোথাও কোনো স্বচ্ছতার ঘাটতি নেই।”

এর আগে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহউপাচার্য (প্রশাসন) অধ্যাপক সায়মা হক বিদিশা জানিয়েছেন, শিক্ষার্থীরা আনন্দঘন পরিবেশে ভোট দিতে পারছে এবং ভোটগ্রহণ চলমান রয়েছে। তিনি আশা প্রকাশ করেছেন, নির্বাচনে উল্লেখযোগ্য সংখ্যক ভোট পড়বে।

Super Admin

PNN

প্লিজ লগইন পোস্টে মন্তব্য করুন!

আপনিও পছন্দ করতে পারেন