Tuesday, October 14, 2025

কাঠমান্ডুতে আটকে বাংলাদেশ দল, ফ্লাইট অনিশ্চয়তায় জামালরা


ছবিঃ বাংলাদেশ ফুটবল দল (সংগৃহীত)

স্টাফ রিপোর্টার | PNN: 

নেপাল সফর শেষে দেশে ফেরার কথা থাকলেও কাঠমান্ডুর উত্তপ্ত পরিস্থিতির কারণে এখনো হোটেলেই আটকে আছেন জামাল ভূঁইয়ার নেতৃত্বাধীন বাংলাদেশ জাতীয় ফুটবল দল। মঙ্গলবার বিকেলে ঢাকায় ফেরার নির্ধারিত ফ্লাইট থাকলেও রাস্তায় বিক্ষোভ ও নিরাপত্তাজনিত ঝুঁকির কারণে বিমানবন্দরে পৌঁছাতে পারেননি তারা।

দলীয় সূত্র জানিয়েছে, দুপুরেই হোটেল থেকে চেক আউট করলেও শেষ মুহূর্তে কর্তৃপক্ষ বাইরে যাওয়ার অনুমতি দেয়নি। ফলে লাগেজ হাতে খেলোয়াড় ও কোচিং স্টাফরা এখনো লবিতেই অপেক্ষায় রয়েছেন।

বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) জানিয়েছে, অল নেপাল ফুটবল অ্যাসোসিয়েশন (এএনএফএ), স্থানীয় প্রশাসন ও কাঠমান্ডুতে বাংলাদেশ দূতাবাসের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রাখা হচ্ছে। দলের নিরাপত্তাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে।

এর আগে, আজকের প্রীতি ম্যাচটিও বাতিল ঘোষণা করা হয়। এখন প্রশ্ন একটাই—আজ কি জামালরা দেশে ফিরতে পারবেন, নাকি পরিস্থিতির কারণে আরও একদিন হোটেলবন্দি থাকতে হবে?

কাঠমান্ডুর অস্থিরতা ঘিরে ফুটবলপ্রেমীদের মধ্যে উদ্বেগ বাড়লেও বাফুফের আশ্বস্তবাণী কিছুটা হলেও স্বস্তি দিচ্ছে সমর্থকদের।

Super Admin

PNN

প্লিজ লগইন পোস্টে মন্তব্য করুন!

আপনিও পছন্দ করতে পারেন