- ১২ জানুয়ারি, ২০২৬
PNN নিউজ ডেস্ক। ঢাকা
কক্সবাজারের টেকনাফ উপজেলার হোয়াইক্যং এলাকায় সীমান্তসংলগ্ন অঞ্চলে পুঁতে রাখা মাইনের বিস্ফোরণে এক বাংলাদেশি যুবক গুরুতর আহত হয়েছেন। বিস্ফোরণে তার একটি পা শরীর থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে।
সোমবার (১২ জানুয়ারি) সকালে নাফ নদীর বেড়িবাঁধসংলগ্ন শাহজানের দ্বীয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। আহত যুবকের নাম মোহাম্মদ হানিফ (২২)। তিনি হোয়াইক্যং ইউনিয়নের লম্বাবিল মাঝেরপাড়া এলাকার বাসিন্দা এবং ফজল করিমের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, সকালে হানিফ তার মৎস্য ঘের দেখতে যান। এ সময় হঠাৎ সীমান্তের কাছাকাছি এলাকায় মাটির নিচে পুঁতে রাখা একটি মাইনে তার পা পড়লে তাৎক্ষণিক বিস্ফোরণ ঘটে। এতে তার বাম পা সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে যায় এবং ডান পায়েও গুরুতর আঘাত লাগে। বিস্ফোরণের শব্দে আশপাশের লোকজন ছুটে এসে তাকে আহত অবস্থায় উদ্ধার করে।
আহতের ছোট ভাই মো. আমিন জানান, স্থানীয়রা দ্রুত তাকে একটি বেসরকারি এনজিও পরিচালিত হাসপাতালে নিয়ে যান, যেখানে বর্তমানে তার চিকিৎসা চলছে।
ঘটনার পর এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। ক্ষুব্ধ স্বজন ও এলাকাবাসী টেকনাফ–কক্সবাজার মহাসড়ক অবরোধের চেষ্টা করেন। পরে স্থানীয় বিএনপির নেতাকর্মী ও গণ্যমান্য ব্যক্তিরা ঘটনাস্থলে এসে পরিস্থিতি শান্ত করেন এবং সড়কে যান চলাচল স্বাভাবিক হয়।
স্থানীয় বাসিন্দা জুনায়েদ আলী চৌধুরী বলেন, সীমান্তবর্তী হোয়াইক্যং এলাকার অধিকাংশ মানুষ মৎস্য ঘের ও লবণ মাঠের ওপর নির্ভরশীল। প্রতিনিয়ত যদি মাইন, গুলি কিংবা অপহরণের মতো ঝুঁকির মুখে পড়তে হয়, তাহলে সাধারণ মানুষের জীবন-জীবিকা চরম হুমকির মুখে পড়বে। তিনি সীমান্ত এলাকায় পুঁতে রাখা মাইন দ্রুত শনাক্ত ও অপসারণে প্রশাসনের কার্যকর পদক্ষেপ দাবি করেন।
এ বিষয়ে হোয়াইক্যং পুলিশ ফাঁড়ির ইনচার্জ খোকন রুদ্র জানান, ঘটনার খবর পাওয়া গেছে এবং বিষয়টি খতিয়ে দেখতে পুলিশ সদস্যদের ঘটনাস্থলে পাঠানো হচ্ছে।