- ১৩ অক্টোবর, ২০২৫
PNN নিউজ ডেস্ক | ঢাকা:
রাজধানীর তেজগাঁও শিল্পাঞ্চল ও ধানমন্ডিতে অবৈধ ঝটিকা মিছিল আয়োজনের অভিযোগে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের ৯ নেতা-কর্মীকে আটক করেছে পুলিশ। আটককৃতরা পুলিশ ও গোয়েন্দা বিভাগের (ডিবি) বিশেষ অভিযানের মাধ্যমে রাজধানীর বিভিন্ন এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।
পুলিশের বরাতে জানা গেছে, তেজগাঁওয়ে শনিবার দুপুরের আগে নাবিস্কো মোড়ে হঠাৎ একটি দল মিছিল বের করলে পুলিশ দ্রুত ঘটনা স্থলে পৌঁছে নয়জনকে আটক করে। ধানমন্ডিতে ডিবি বিভাগের পৃথক অভিযানে ধানমন্ডি, ওয়ারী, লালবাগ, পল্টন, শেরেবাংলা নগর, কলাবাগান, শরীয়তপুর ও উত্তরা এলাকা থেকে এ নেতা-কর্মীরা গ্রেপ্তার হন।
গ্রেপ্তারদের মধ্যে রয়েছেন ধানমন্ডি মিছিলের আয়োজনকারী মো. সজিবুল ইসলাম হৃদয় (২৩), ওয়ারী থানা ছাত্রলীগের সহ-সভাপতি আব্দুল্লা বিন আজিজ (২৩), লালবাগ স্বেচ্ছাসেবকলীগের মো. রায়হান ওরফে পলিন (২৮), পল্টন থানা আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য মো. শাহাদাৎ নবী খোকা (৪২), শেরেবাংলা নগর স্বেচ্ছাসেবক লীগ যুগ্ম সাধারণ সম্পাদক মো. আমিনুর রহমান মানিক (৩০), কলাবাগান থানা আওয়ামী লীগের সভাপতি মো. জামিল হোসেন পলাশ (৫৮), শরীয়তপুর সদর থানা আওয়ামী লীগ সেক্রেটারি মো. গোলাম মোস্তফা (৫০) ও নিকলী থানা ছাত্রলীগের সাবেক সভাপতি ও চেয়ারম্যান কারার শাহরিয়ার আহমদ (৪১)।
পুলিশের ধারণা, আটককৃতরা রাজধানীর বিভিন্ন এলাকায় সংঘবদ্ধভাবে ঝটিকা মিছিলের মাধ্যমে আইনশৃঙ্খলা পরিস্থিতি অস্থিতিশীল করার চেষ্টা করছিল। তাদের বিরুদ্ধে ইতিমধ্যেই বিভিন্ন থানায় একাধিক মামলা দায়ের করা হয়েছে এবং আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।
ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) এবং ডিবি কর্মকর্তারা জানিয়েছেন, প্রাথমিক তদন্ত চলমান এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে প্রয়োজনীয় পদক্ষেপ দ্রুত নেওয়া হচ্ছে।