- ১৩ অক্টোবর, ২০২৫
PNN নিউজ ডেস্ক | পঞ্চগড় :
জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম অভিযোগ করেছেন, জেলার বিভিন্ন উপজেলায় বিএনপি নেতা–কর্মীরা সদ্য এনসিপিতে যোগ দেওয়া কর্মীদের হুমকি দিচ্ছেন।
গতকাল শুক্রবার রাতে পঞ্চগড় সরকারি অডিটরিয়ামে আয়োজিত এক রাজনৈতিক কর্মশালা ও সমন্বয় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ অভিযোগ করেন। সারজিস আলম বলেন, “আমাদের হাতে প্রমাণ রয়েছে। যারা চাঁদাবাজি, হুমকি আর অপকর্মে জড়িত, তাদের নাম-পরিচয় প্রকাশ করা হবে। এমনকি জেলার প্রতিটি এলাকায় এসব ব্যক্তির তালিকা টানানো হবে।”
তিনি আরও অভিযোগ করেন, দেবীগঞ্জ উপজেলার একজন বিএনপি-সমর্থিত ইউপি চেয়ারম্যান এনসিপির এক সমন্বয়কারীকে প্রকাশ্যে হুমকি দিয়েছেন, যা দেশের স্থিতিশীলতার জন্য উদ্বেগজনক। একই সঙ্গে তিনি দাবি করেন, স্কুল-কলেজগুলোয় অ্যাডহক কমিটির নামে বিএনপিও আওয়ামী লীগের মতো অযোগ্য লোকজন বসিয়ে শিক্ষাঙ্গন নষ্ট করার চেষ্টা করছে।
এছাড়া, পঞ্চগড়ের কয়েকটি উপজেলায় রাতের আঁধারে অবৈধভাবে বালু-পাথর উত্তোলনের অভিযোগ তোলেন সারজিস আলম। তিনি বলেন, “তেঁতুলিয়ার কয়েকজন বিএনপি নেতা কোথায় কোথায় চাঁদা নেন, স্থলবন্দর থেকে ড্রেজিং মেশিন পর্যন্ত সব তথ্য আমাদের কাছে আছে। খুব শিগগিরই এইসব অপকর্ম দেশের মানুষ ও গণমাধ্যমের সামনে তুলে ধরা হবে।”
অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন এনসিপির যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার। এ সময় জেলার পাঁচ উপজেলার এনসিপির নেতাকর্মীরা সভায় অংশ নেন।