Tuesday, October 14, 2025

তারেক রহমানকে নিয়ে আপত্তিকর স্লোগানের পরিণতি ভালো হবে না: গোলাম মাওলা রনি


ফাইল ছবিঃ গোলাম মাওলা রনি ( সংগৃহীত । ইন্টারনেট)

সাবেক সংসদ সদস্য ও রাজনৈতিক বিশ্লেষক গোলাম মাওলা রনি মন্তব্য করেছেন যে, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে যে আপত্তিকর ও অশালীন স্লোগান দেওয়া হচ্ছে, তার পরিণতি ভালো হবে না। শনিবার (১২ জুলাই) একটি ফেসবুক পোস্টে তিনি এই সতর্কতা দেন।

ফেসবুক পোস্টে রনি বলেন, বুয়েট, ঢাকা বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন জায়গায় যারা ‘টিনের চালে কাউয়া তারেক রহমান' ও ‘চাঁদা দেই পল্টনে, চলে যায় লন্ডনে’–এর মতো আপত্তিকর স্লোগান ব্যবহার করছে, তাদের নেতাদের নিয়ে যদি ছাত্রদল ও যুবদল অনুরূপ স্লোগান দেয়, তবে রাজনীতি কেবল স্লোগানের মধ্যে সীমাবদ্ধ থাকবে না।

তিনি আরও বলেন, এমন ধরনের পাল্টাপাল্টি স্লোগান এবং আক্রমণাত্মক রাজনীতির ফলে ‘ছুরি-চাপাতি, রামদা, রগকাটার অতীতের সহিংসতা থেকে একে ৪৭ ও স্নাইপারের মতো আধুনিক অস্ত্রের ব্যবহার শুরু হতে পারে।

রনি সতর্ক করে বলেন, এই ধরনের চরম সহিংসতার পরিস্থিতি সবচেয়ে বেশি তাদের জন্যই লাভজনক হবে, যারা দেশটিকে একটি ‘জঙ্গি রাষ্ট্র’ হিসেবে প্রতিষ্ঠা করে জাতিসংঘের শান্তি রক্ষী বাহিনী আনার চেষ্টা করছে।

Super Admin

PNN

প্লিজ লগইন পোস্টে মন্তব্য করুন!

আপনিও পছন্দ করতে পারেন